L O A D I N G

কোভিড ১৯ ভ্যাকসিন নিবন্ধন ফর্ম নিয়ে আলোচনা:

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ ,

আপনি যদি পঁচিশ বছর বয়স কিংবা তার উর্ধে কোনো ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সরকারের সুরক্ষা এপে ব্রাউজ করে এক্ষুনি রেজিস্ট্রেশন করে নিন | আপনার ব্যবহৃত মোবাইলে পরবর্তী মেসেজে লোকেশন ও তারিখ ( দিন ও সময় সহ ) জানিয়ে দেওয়া হবে | আপনি নিয়মিত এপে প্রবেশ করে কোনো আপডেট আছে কিনা দেখে নিবেন |

বিদেশে অধ্যয়নরত স্টুডেন্টসদের জন্য নিয়মটা একটু ভিন্ন | পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, গুগল লিংকের একটি ফর্ম পূরণ করে সেইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি ইমেইল করতে হবে, সেইসঙ্গে বিদেশে পড়াশোনার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে ( বিশেষ করে ভিসার কপি , অফার লেটার ও ওই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ) | পাসপোর্ট কপিও এটাচ্ড করতে ভুলবেন না | আপনার রেজিস্ট্রেশন ভেরিফাইড হলে সুরক্ষা এপে প্রবেশ করে ভ্যাকসিনেশন কার্ড ডাউনলোড করে নিবেন |

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল আইডি : [email protected]
গুগল লিংক : forms.gle/KPa33LddmSKFPezd7

আশা করছি , কোনো সমস্যা হবে না | আর ভিসা পাওয়ার পর কানাডার হোটেল কোয়ারেন্টাইন সংক্রান্ত আপডেট তথ্য পেতে সবসময় চোখ রাখুন কানাডার সরকারি ওয়েবসাইটে ( www.cic.gc.ca ) | সাবধানে থাকুন, নিরাপদে থাকুন | — শা অ্যাডমিন ম্যানেজার

[ Special Note: এইসব বিষয় নিয়ে অহেতুক ফোরাম-টোরামে ঢুকে দশ-বারোজনের সাথে কথা না বলে পরিবারের অভিভাবকের সাথে কথা বলে অগ্রসর হউন |

Leave a Comment