আমাদের বাংলাদেশী শিক্ষার্থীরা সব সময় দ্বিধায় থাকে বিদেশে পড়াশোনার জন্য কোন গন্তব্য সবচেয়ে ভালো ? কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি নাকি অন্য কোনো দেশ ? ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী, 2023 সালে মোট 52,799 বাংলাদেশী শিক্ষার্থী পড়াশোনার জন্য বিদেশে গেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী 13,563 জন গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 5,835 জন কানাডায়, 6,586 জন যুক্তরাজ্যে , 5,046 জন জার্মানিতে এবং অস্ট্রেলিয়ার গিয়েছেন্ 4,987 । বাকিরা অন্য কোন দেশে । এদের মধ্যে অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে সব সময় পাশে ছিল শা এসোসিয়েটস। এই কঠিন পথ চলায় পাশে থাকতে পেরে শা এসোসিয়েটস নিজেকে সব সময় ধন্য মনে করছে। এই লিস্টে আপনার নামটি উঠাতে চাইলে আপনিও চলে আসুন আমাদের যে কোনো অফিসে। আমাদের এক্সপার্ট কনসালট্যান্ট টিম সর্বদা প্রস্তুত আপনাদের যেকোনো ধরনের সহায়তায়।
SA Associates | Embassy of the Global Citizen