L O A D I N G

কেন সুপ্রিয় কুমার চক্রবর্তী, কেনই বা শা এসোসিয়েটস ?

কোন কোম্পানির সিইও-র প্রফেশনাল প্রোফাইল ব্রাউজ করে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে . আসলে আপনি যে কাজের জন্য সেই অফিসকে নির্বাচন করেছেন, ওই অফিস আপনার স্বপ্নপূরণের লক্ষ্যে সেই কাজের জন্য সত্যি সত্যি উপযুক্ত কিনা ? ফেসবুকে আর ইউটিউবে অনেকেই কথার ফুলঝুরি দিয়ে হাতি-ঘোড়া মেরে ফেলে | তথাকথিত ভাসমান ইউটিউমার আর ব্লগাররা সেক্ষেত্রে একধাপ এগিয়ে | তাদের না আছে কোন সনদ , না আছে কোন অফিস এড্রেস, না আছে কোন রিকগনিশন , কোন অফিসিয়াল অনুমোদন , না আছে জীবনের কোন এবিসিডি ……!! একটা ক্যামেরা , একটা মোবাইল , একটা গোপ্রো , কিছু সফটওয়্যার আর কিছু মনগড়া কথা — তাদের একমাত্র পুঁজি !শা এসোসিয়েটসের সিইও-র ব্যাপারে জানতে হলে আপনাকে লিংকডইন প্রোফাইলে ঘুরে আসতে হবে | সেখানে আপনি ইচ্ছে করলেই নিজের মতন কোনকিছু লিখতে পারবেন না | শা এসোসিয়েটসের সিইও স্যারের দীর্ঘ ৩২ বছরের ক্যারিয়ার জার্নি একটি সফলতায় ভরা চমৎকার প্রফেশনাল গ্লেনস ! আপনি আপনার ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের লিংকডইন প্রোফাইল ব্রাউজ করে জেনে আসুন , কিভাবে কেমন করে এই এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালট্যান্সি ভুবনে স্যার সকল প্রফেশনাল পারসন, ফ্যামিলি ও স্টুডেন্সদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ! আশা করছি , আপনি-ও আপনার বিদেশের টপ রেঙ্কিং ভার্সিটিতে ভর্তি ও ভিসা সংক্রান্ত যে কোন সার্ভিসে সুপ্রিয় কুমার চক্রবর্তিকেই নির্বাচিত করবেন | এটা আত্মবিশ্বাস ও অনেক আস্থা নিয়ে বলা একটি কথা | আপনাকে শা এসোসিয়েটস অফিসে স্বাগতম | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment