এই বিষয়টা নিয়ে আমরা প্রায়শঃই কথা বলি এবং পোস্ট-ও দিয়েছি বহুবার | অনেকে ধাক্কা খেয়ে তারপর আমাদের কাছে আসেন | তাদের ৯৯% সাফল্যের হাসি মুখ নিয়ে বাড়ি ফিরে গেছেন ; প্রত্যেকেই এখন যার যার স্বপ্নের দেশে | কেন ভিসা রিফিউজড হয় , সেটা নিয়ে আমরা অনলাইনে একটা জরিপ চালিয়েছিলাম | সেই জরিপ থেকে আমরা মোটাদাগে পাঁচটি বিষয়কে চিহ্নিত করেছি – কেন ভিসা রিফিউজড হয় ?
১. নিজের যোগ্যতার ব্যাপারে অতিমাত্রায় ওভার কনফিডেন্স থাকা
২. স্টাডি প্ল্যান কিংবা SOP-এর সাথে প্রিভিয়াস এডুকেশনের মিল না থাকা
৩. ভিসা কাভার লেটারে অযথা বাড়তি কথা লেখা
৪. নিজের যোগ্যতা ও ফাইনান্সিয়াল ক্যাপাসিটি ধারণ না করে ভুলভাল ইউনিভার্সিটিতে আবেদন করা ও সেই অফার লেটার দিয়ে ভিসার জন্য এপ্লাই করা
৫. নিজেকে সবজান্তা শমসের ভাবা ও এডুকেশন এজেন্টসকে গালমন্দ করা
উপরের চারটি নিয়ে আমাদের কোন কথা নেই | একদম পারফেক্ট অবজারভেশন !! পাঁচ নম্বরটির ব্যাপারে আমাদের কথা হলো – আপনাকে ভালো এডুকেশন এজেন্ট নির্বাচন করতে হবে রেফারেন্স ধরে ; তাঁদের কাজের পরিধি দেখে; সোশ্যাল মিডিয়াতে সাকসেস স্টোরিজ দেখে ; ওয়েবসাইট ব্রাউজ করে ; অফিস ভিজিট করে এক্সপার্টের সাথে এসে কথা বলে ; কনসালট্যান্টের যোগ্যতা অভিজ্ঞতার সনদ ভেরিফাই করে | তবেই একটি ভালো এডুকেশন এজেন্টের সঙ্গে আপনার জার্নির সুখকর সমাপ্তি হবে | ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ফ্লাক্সে বিক্রি করা কফিতে যদি লা মেরিডিয়ানের স্বাদ চান ; তাহলে তো হবে না !! — শা অ্যাডমিন ম্যানেজার
[ যারা সেপ্টেম্বরে নিজে নিজে ট্রাই করে রিফিউজড হয়েছেন , তারা অতি সত্বর যোগাযোগ করুন ; সময় সীমিত | এপয়েন্টমেন্টের জন্য কল করুন- 01755227755, 01717224636, 01750037774 , 01750037770 ]