আপনার এই প্রশ্নের উত্তরের যথার্থ সাজেশন , এডভাইস রয়েছে আজকের প্রথম আলো পত্রিকার ” স্বপ্ন নিয়ে ” বিশেষ সংখ্যায় | আমরা সকল পরামর্শকারীদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এতো গুরুত্বপূর্ণ বিষয়কে একটি চমৎকার বিশ্লেষণে উপস্থাপন করবার জন্যে | আমরা আমাদের প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনদের বলবো, আজকের প্রথম আলোর এই সংখ্যাটি সংগ্রহে রাখুন অথবা অনলাইনে স্টাডি করুন | নীচে লিংক দেওয়া হলো |
আমাদের দুটি কথা : সাবজেক্ট নির্বাচনে অবশ্যই কৌশলী দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা নিয়ে উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবার মনস্থির করবেন | বন্ধু কম্পিউটার সায়েন্সে পড়তে গেছে বলেই আপনাকেও যে একই সাবজেক্টে পড়তে যেতে হবে , এমন কোনো কথা নেই | গ্লোবালাইজেশনের যুগে বিশ্ব কোনদিকে ধাবিত হচ্ছে , সেটা বিবেচনায় নিয়েই আপনাকে সাবজেক্ট ও কোর্স সিলেকশন করতে হবে | অন্যথা হুজুগের বশে একটা বিষয়ে ভর্তি হয়ে কয়েকদিন ক্লাস করে তারপর ভাল্লাগ্লো না , চেঞ্জ করলাম —-এটা কোনো সমাধান হতে পারে না | এতে যেমন আপনার অর্থ সময় স্বপ্ন নষ্ট হবে , তাঁর চেয়ে বেশী ক্ষতি হবে ….ইয়ার লস !! সুতরাং , এইচএসসি বা এ’লেভেলের পর কোন বিষয়ে উচ্চ শিক্ষার্থে কানাডা বা আমেরিকায় গেলে ফিউচার এন্ড ক্যারিয়ার সংরক্ষিত থাকবে ; সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কানাডা কোর্স গ্র্যাজুয়েট এক্সপার্ট কনসালটেন্ট-এর সাথে কথা বলুন | — শা অ্যাডমিন ম্যানেজার
[ গ্র্যাজুয়েশনের পর যাঁরা মাস্টার্স করবেন , তাঁদেরতো ট্র্যাক চেঞ্জ করার প্ৰশ্নই আসে না | ]