L O A D I N G

কানাডায় স্কলারশিপ (সেপ্টেম্বর, ২০১৮)

উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশী ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দেশ হল কানাডা। আগামী ফল সেশনে (সেপ্টেম্বর, ২০১৮) কানাডায় পড়তে যেতে আগ্রহীদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এ ছাড়া কানাডা মিলেনিয়াম স্কলারশিপ ফাউন্ডেশন, ওন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি প্রোগ্রামসহ নানা ধরনের বৃত্তির প্রোগ্রাম চালু আছে।
স্কলারশিপ পেতে গেলে, আপনার একাডেমিক রেজাল্ট অবশ্যই ভালো থাকা জরুরী। টোয়েফল, আইইএলটিএস, জিআরই, জিম্যাট প্রভৃতি স্কোর ভালো থাকতে হবে।
কানাডার খ্যাতনামা টপ রাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলির যে কোনো একটিতে স্কলারশিপ সহ ভর্তির জন্য আজই চলে আসুন আমাদের যে কোনো একটি অফিসে।
স্বপ্নপূরনের রাস্তা সহজ নয়,প্রতি পদক্ষেপে পা হড়কে অসফল হওয়ার সম্ভাবনা, শা এসোসিয়েটস ২০ বছর ধরে এই রাস্তাকেই ছাত্রছাত্রীদের জন্য করে তুলেছে সুগম আর সহজ।

খেয়াল রাখবেন,কানাডায় যেতে ফল সেশনের (সেপ্টেম্বর, ২০১৮) স্টুডেন্ট ভিসার ফাইল জমা নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৫ই মার্চ পর্যন্ত। কল দিতে পারেন এই নম্বরে;

পান্থপথঃ
Mr. Bapon Saha: 01750037773
Mr. Al Amin Sumon: 01750037774
গুলশানঃ
Mr. Khalid Hasan: 01750037770
চিটাগাংঃ
Mr. Monojit Das: 01732423836

Leave a Comment