L O A D I N G

কানাডায় মাইগ্রেশন : আমাদের দুটি কথা

আপনি কি জানেন , শা এসোসিয়েটসের হাত ধরেই এই দেশে এই শহরে কানাডায় মাইগ্রেশনের যাত্রা শুরু হয়েছিল | সালটা ছিল ২০০৭, তখন ঢাকা শহরে এই বিষয়টা নিয়ে কেউ কিছু জানতো না | কোন ফার্ম-ও ছিল না | মানুষজন ও খুব একটা যেতে চাইতো না | পয়েন্ট সিস্টেম ছিল তখন মাইগ্রেশনের এই পুরো বিষয়টা | জেনারেল IELTS-এ যদি কেউ ওভারঅল 5.5 পেতো; উনি ও কানাডায় যাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী ছিলেন, তা-ও আবার সপরিবারে | মুড়ি-মুড়কির মতন ভিসা দিয়েছিলো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট !! কি সোনালী দিন ছিল !! যাঁরা শা এসোসিয়েটসের মাধ্যমে সেই সময় কানাডা গিয়েছিলেন; তাঁরা নিশ্চয় এই পোস্ট পড়লে নস্টালজিয়ায় ভুগবেন | আস্তে আস্তে জল অনেকদূর গড়িয়েছে | ২০১৬ সালে পয়েন্ট সিস্টেম উঠে গিয়ে আসলো এক্সপ্রেস এন্ট্রি | কানাডায় ইমিগ্রেশন নিয়ে সপরিবারে যাওয়া সত্যি কঠিন হয়ে উঠলো | আমরা-ও ব্যস্ত হয়ে গেলাম স্টুডেন্ট ভিসা , ভিজিটর ভিসা ও অন্যান্য কান্ট্রির ভিসা সার্ভিসে |

কানাডা গত ১৯শে সেপ্টেম্বর স্টুডেন্ট ভিসায় কিছু শর্ত আরোপ করে মাইগ্রেশনকে আবার সামনে নিয়ে এসেছে | কারণ, তাঁরা মনে করছে – গত পাঁচ বছর তাঁরা যে পলিসিতে কানাডায় ছাত্র-ছাত্রী এনেছে , ভিজিট ভিসা দিয়েছে — তার ৯০% মিসিউজ হয়েছে | সেই উপলব্ধি থেকে তাঁরা এই দুটো ভিসা একটু কড়াকড়ি আরোপ করেছে | যদিও শা এসোসিয়েটসের কাছে অদু-বদু-যদু-মধু ছাত্র-ছাত্রী বা ভিজিটররা আসেন না | এটাই সত্য ! আমাদের কাজ কোয়ালিটি পিপলের সাথে ; কোয়ান্টিটির সাথে আমাদের কোন সম্পর্ক নেই |

আমরা তাই আবারো সামনে নিয়ে এসেছি – কানাডার কয়েকটি মাইগ্রেশন প্রোগ্রামে | যেখানে আমরা কাজ করবো শুধুমাত্র জব অফার এড করে | নয়তোবা , উভয় পক্ষের সময় নষ্ট ! শা এসোসিয়েটসের রয়েছে কানাডায় নিজস্ব অফিস ও বাহির থেকে স্কিল্ড ওয়ার্কার হায়ার করবার বৈধ পারমিশন ! কানাডার অন্টারিও সার্ভিস মিনিস্ট্রিতে আমাদের মাস্টার বিজনেস লাইসেন্স এবং ডিটেলস দেওয়া আছে | আপনি চাইলে আমাদের অফিসে আসলে সামনা-সামনি দেখিয়ে দিবো | তবে একটা কথা আছে- আমাদেরকে যে কোন জব অফার ম্যানেজ করে দেবার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে | তাড়াহুড়া তাগাদা দেওয়া যাবে না | জব অফার পয়েন্ট যোগ করলে কিছু ক্যাটাগরিতে আপনার ফাইল এপ্রুভড হবেই | আপনাকে অবশ্যই মিনিমাম IELTS-স্কোর তুলতেই হবে | General IELTS-এ যদি ওভারঅল 6 অথবা 6.5 তুলতে না পারেন ; তাহলে কষ্ট করে আমাদের অফিসে আসবেন না | আপনি সস্তায় ইজিতে সব চাইলেই কানাডার মতন দেশে সপরিবারে যেতে পারবেন ; এমনটা ভাবার কোন কারণ নেই | আপনি ১০০ কোটি টাকার মালিক হলেও কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে কিছুই না ! নিয়মের কাছে কোনকিছুই কম্প্রোমাইজ হয় না !! এটা মাথায় রাখবেন |

গত ২৫ বছর যাবৎ শা এসোসিয়েটস তার কমিটমেন্ট , কোয়ালিটি সার্ভিস ও ভিসা সাকসেস রেশিওতে কোনরকম নড়চড় করেনি | সেইজন্য শা এসোসিয়েটস এখনো বীরদর্পে এই সেক্টরে টিকে আছে | আর আমাদের সমসাময়িক অনেক ফার্ম এই বিজনেস ছেড়ে এখন বিদেশে কিংবা দেশে অন্য ব্যবসায় মননিবেশ করেছে | হাতে কাজ না থাকলে যা হবার তাই হবে ! ৯৯% ইমিগ্রেশন এজেন্সির অফিস তালাবন্ধ কিংবা ব্যবসা গুটিয়ে লাপাত্তা !! আমরা আপনাকে অনুরুধ করবো — আগে আপনি নিচের ইমেইল আইডিতে আপনার একটা কমপ্লিট সিভি পাঠান ( আপনার স্পাউস সহ ) ; আমরা যদি দেখি আপনি কোয়ালিফাইড – তাহলে আমাদের একজন অফিসার আপনাকে ডেকে নিবেন | তারপর আমাদের চিফ কনসালট্যান্ট সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের সাথে আপনাকে সাক্ষাতের জন্য দিন ও সময় ফিক্সড করে দেব | কথা বলে যদি মনে হয় , আপনি প্রসিড করবেন ; তাহলে শুরু করবেন | তার আগে অবশ্যই আমাদের সাকসেস স্টোরিজ দেখে নিবেন | প্রায় ৪৩৭টি পরিবারের ভিসা আমাদের শা এসোসিয়েটসের হাত দিয়ে | বাংলাদেশের টপ রেঙ্কিং প্রাইভেট ব্যাঙ্ক , মাল্টিন্যাশনাল কোম্পানি , ডিফেন্স , সরকারি-বেসরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মর্কর্তা ; আইনজীবী , বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার , প্রফেশনাল ইঞ্জিনিয়ার সকলেই আমাদের সার্ভিস নিয়েছেন | প্রত্যেকের ছবি ও ডাটা আমাদের সংগ্রহে আছে | আমাদের অফিসিয়াল নিউজ লেটারে সকলের কমেন্টস দেওয়া আছে | আপনি যখন চাইবেন ; তখনই দেখতে পারবেন |

শা এসোসিয়েটস এই সেক্টরে কাজ করে জোর গলায় কথা বলে ; অন্যদের মতন হাওয়ার উপর ভর করে কোন কথা বলে না ! আপনি আমাদের অফিস ভিজিট করতে চাইলে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন | মাইগ্রেশন নিয়ে কথা বলা সময় সাপেক্ষ বিষয় , হুট্ করে চলে আসলাম – আর কথা বলে ফেললাম ; এই সিস্টেম শা এসোসিয়েটস অফিসে নেই |

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত –
যোগ্যতা এসেসমেন্টের জন্য ইমেইল : [email protected]
এপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার : 01755227755

Leave a Comment