L O A D I N G

কানাডায় উচ্চশিক্ষা : ফল সেশন ২০২৪

কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়মকানুন যতই কঠিন করুক, আপনার যোগ্যতা , ইচ্ছা ও স্বপ্নকে কোনকিছু দিয়েই আটকিয়ে রাখা যাবে না | আর যদি সঙ্গে শা এসোসিয়েটসের মতন ক্যাপ্টেন থাকে, ভয় পাওয়ার কিছু নেই ! এর চেয়ে অনেক কঠিন সময় পার করে এসেছি আমরা ! ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত্য কানাডা পুরো বিশ্ব থেকে ভিসা দিতো বছরে এক লাখের-ও কম ! ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত্য ছিল সবচেয়ে কঠিন সময় ! তখন অনেক বাংলাদেশী স্টুডেন্টস ভিসা পেয়ে কানাডা গিয়েছে | ২০১৮ থেকে ২০২৩ এই পাঁচ বছর ছিল কানাডার স্টাডি পার্মিট ইস্যুর স্বর্ণযুগ !

সুতরাং , কানাডার ২০২৪ ফল সেশনের ভর্তি ও ভিসা নিয়ে দুশ্চিন্তা না করে আজই শা এসোসিয়েটস অফিসে এসে আমাদের ওভারসিস এডুকেশন এক্সপার্টের সাথে কথা বলুন | নিজের ফিউচার ও নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন | দেশে কিংবা বিদেশে অনলাইনে ওঁৎ পেতে থাকা ভুয়া ব্লগার ( Vloggar ) ও ফেসবুকার থেকে একশো হাত দূরে থাকুন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment