L O A D I N G

কানাডায় উচ্চশিক্ষার জন্য যেভাবে স্টুডেন্ট ভিসা সংগ্রহ করবেন।

বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর বিদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলিতে উচ্চশিক্ষা গ্রহনের সপ্ন দেখে। এই সমস্ত দেশগুলোর মধ্যে কানাডা এমন একটি দেশ, যা উচ্চতর মানের শিক্ষার জন্য সকল ছাত্রছাত্রীর কাছেই প্রিয়। এবং শুধু উচ্চমানের শিক্ষাই নয়, দেশটির উচ্চমানের জীবনযাত্রা এবং দক্ষতা ভিত্তিক চাকুরীর প্রাচুর্য অসংখ্য ছাত্রছাত্রীর কাছে আকর্ষণের বিষয়। এবং এটিই একমাত্র কারণ যে প্রতিবছর দেশে বিদেশের অসংখ্য ছাত্রছাত্রী কানাডায় উচ্চশিক্ষার জন্য ভিসার আবেদন করে। তবে ভিসা আবেদনের পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই নজর দেওয়া দরকার –

Step 1: আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়টি নির্বাচন করুন।

ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবার আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় গুলোর একটি তালিকা তৈরি করুন এবং সেই সব বিশ্ববিদ্যালয় গুলোর ব্যাপারে বিষদে জানুন। প্রতিটি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু নিয়ম এবং শর্তাবলী থাকে। ভিসা আবেদনের পূর্বে এই ব্যাপারগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার। মনে রাখবেন, সামান্য ভুলের কারণে যোগ্যতা থাকা সত্তেও সব চেষ্টা ভেস্তে যেতে পারে। তাই এই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।

Step 2: প্রয়োজনীয় documents সংগ্রহ করে রাখুন।

ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবার পূর্বে যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে চান, সেখান থেকে Acceptance Letter সংগ্রহ করতে হয়। আপনি যদি acceptance letter পেয়ে গিয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনার অন্যান্য প্রয়োজনীয় documents যেমন – আপনার educational certificates, medical fitness report, আর্থিক সম্পদের প্রমাণপত্র – এগুলো হাতের নাগালে সংগ্রহ করে রাখুন। ভিসা আবেদনের সময় এগুলো দরকার হয়।

Step 3: IELTS স্কোর

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রধান যে জিনিসটি প্রয়োজন সেটি হল IELTS স্কোর। বিদেশে উচ্চশিক্ষার জন্য IELTS এর বিকল্প নাই। সুতরাং বিদেশে পড়াশুনার সপ্ন পূরণের জন্য IELTS এর প্রতিটি মডিউলে আপনাকে পান্ড্যিত্যের পরিচয় দিতে হবে। IELTS এ ভালো রেজাল্ট করতে পারলেই আপনার ভিসা পাওয়া অনেকটা সহজ হবে।

মনে রাখবেন, একমাত্র শা এসোসিয়েটস এই রয়েছে কুড়ি বছরের কর্মদক্ষতা, বিচক্ষণতা, দূরদৃষ্টি জ্ঞান এবং সর্বোপরি দক্ষ কনসালটেন্ট। আমরা জানি কখন কিভাবে কার ফাইলটিকে সঠিক তথ্য সন্নিবেশন করে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে হবে।

তাই বলছি, আপনাদের মনে ভিসা নিয়ে যে কোনোরকম প্রশ্নের জন্যে আমাদের নিম্নলিখিত ফর্মটি অনলাইনে ফিলাপ করুন, আমাদের সুদক্ষ কনসালটেন্ট অতিসত্তর আপনার সাথে যোগাযোগ করবেন।

আবেদন করুন � https://goo.gl/73cKxg
আবেদন করুন � https://goo.gl/73cKxg

� Checkout our recent Success Stories:
https://blog.saavisa.com/blog/success-stories/

Leave a Comment