১. আমি কি ভার্সিটিতে এডমিশন নিবো নাকি কলেজে ডিপ্লোমা করলেই ভিসা পাবো ?
২. আমি যদি ভার্সিটিতে না গিয়ে কলেজে পড়ি , তাহলে কি আমার কোনো প্রব্লেম হবে ?
৩. ভার্সিটি কি আমার ডিপোজিটেড টিউশন ফি ফেরত দিবে ?
৪. কলেজে পড়লে কি আমি পরে পিআর- PR পাবো ? ( Permanent Residence )
৫. ফুল-টাইম জব করে কি কলেজের টিউশন ফি উঠানো যাবে ?
৬. আমাকে কি ডেইলি ক্লাসে এটেন্ড করতেই হবে ?
৭. এসাইনমেন্ট এক্সাম ইত্যাদি বিষয়ে আমি কি কোনো হেল্প পাবো ?
৮. টরন্টো কিংবা ভ্যাংকুভারের বাইরে কি জব মার্কেট ভালো ?
৯. পার্ট-টাইম বা ফুল-টাইম জব কোন সিটিতে সবচেয়ে বেশী পাওয়া যায় ?
১০. আমি কানাডায় বাসা বা রুম ঢাকায় বসে থেকেই কিভাবে ঠিক করবো ? কে হেল্প করবে ?
১১. টিউশন ফি কি আমি কানাডায় নেমে দিতে পারবো ?
১২. ভার্সিটির সিলেবাস আর কলেজের ডিপ্লোমা কোর্সের সিলেবাস কি একই মানের ?
১৩. কোন সার্টিফিকেট বেশী ভ্যালুয়েবল ? ভার্সিটির নাকি কলেজের ?
১৪. কানাডায় আমার হঠাৎ ক্যাশ টাকার প্রয়োজন হলে আমি কিভাবে সেটা পাবো ?
১৫. আমার কি কানাডায় কোনো বাঙালি কমিউনিটি বা পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়ার দরকার আছে ? এগুলি কি কোনো কাজের নাকি আকামের ?
১৬. ভার্সিটির লেখাপড়া শেষ করে কি আমি দেশে চলে আসবো নাকি -PR এর জন্য আবেদন করতে পারবো ?
১৭. কানাডায় পড়ালেখা চলাকালীন আমার কি গাড়ি কেনার দরকার আছে ?
১৮. আমি কি আমার বাবা-মাকে সামার ভ্যাকেশনে আনতে পারবো ?
১৯. টিউশন ফি কমানোর কি কোনো ওয়ে আছে ? আমি কি স্কলারশিপ পেতে পারি ?
২০. স্টাডি ড্রপ হলে আমি কি ভিসা জটিলতায় পড়বো ?
এমন আরো কোয়েশ্চনের লিস্ট পেতে আমাদের পেইজে চোখ রাখুন | আর প্রতিটা উত্তরের জন্য আমাদের এক্সপার্টের সাথে দেখা করে একটা একটা করে উত্তর জেনে আসুন | পরবর্তী প্রশ্নের কিস্তি আগামী মঙ্গলবার | — শা অ্যাডমিন ম্যানেজার