শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা-ভাবনা নিয়ে শা এসোসিয়েটস তার কার্য্যক্রম পরিচালনা করেনা | এর পাশাপাশি আমরা সবসময় সচেষ্ট থাকি , কিভাবে আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের ভিসা প্রক্রিয়া , ভর্তি প্রক্রিয়া আরো সহজ করা যায় ! কত বেশি স্টুডেন্টস বাংলাদেশ থেকে পাঠানো যেতে পারে || এটাই আমাদের মূল উদ্দেশ্য ! এখন সেটা ছাত্র-ছাত্রীরা নিজে নিজে ট্রাই করে ভিসা করুক কিংবা বাংলাদেশের যে কোনো এডুকেশন এজেন্ট করুক | ভিসা হওয়া দিয়ে হলো কথা | কানাডায় অনুষ্ঠিতব্য এডুকেশন কনফারেন্সে অংশ নেওয়া আমাদের দুইজন কর্মকর্তা | মোহাম্মদ আল-আমিন স্যার ও বাপন সাহা স্যার |
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের অবদান সরকারের অর্থ মন্ত্রণালয়ে যথেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে | সরকারের উচিত এই সেক্টরের ডেভেলপমেন্টে নজর দেওয়া , সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া | — শা অ্যাডমিন ম্যানেজার