বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম। আর সেই পাহাড়ি কন্যার কোলে বেড়ে উঠা যুবকের নাম সাখাওয়াত হোসাইন। সেই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গভর্মেন্ট সিটি কলেজ থেকে ম্যানেজমেন্টের উপর অনার্স কোর্স শেষ করে নতুন উদ্যমে শুরু করলেন পাহাড়কে ডিঙিয়ে সব বাধা মাড়িয়ে নতুন দিগন্তে প্রবেশ করা! একা একা কি লং জার্নি দেওয়া যায়? সেইজন্যই সঙ্গে নিলেন আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারকে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করলে নাকি ভিসা পাওয়া যায় না… এমন আহাম্মকি কথাও শুনেছেন সাখাওয়াত ভাই। মনোজিৎ স্যার বললেন, বাতাসে ফুলের গন্ধের পাশাপাশি দুর্গন্ধও ভেসে বেড়ায়। ঐগুলো নাকে রুমাল দিয়ে মুখ ঢেকে তারপর নিঃশ্বাস নিতে হয়। কানাডার থম্পসন রিভার্স ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর পোস্ট ব্যাকুলারেট ডিপ্লোমা করতে সাখাওয়াত ভাই এখন ব্রিটিশ কলাম্বিয়ায়। শা এসোসিয়েটস যে কি পারে আর কি পারেনা… সেইটা সময়মতো সাখাওয়াত ভাই বুঝতে পেরেছেন বলেই উনি আজ কানাডায়, আর যারা বোঝেন নি, তারা এখনো এখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছেন। হতাশ হয়ে পরে বলেন, উনি লাকিলি ভিসা পেয়েছেন !!
SA Associates | Embassy of the Global Citizen