L O A D I N G

কানাডার Concordia University-তে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি এবং ভিসা পেয়ে একটা খুশির ছবি তুলতে আমার রুমে জোহান |

ইমতিয়াজ আহমেদ জোহান | স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে EEE নিয়ে গ্রাজুয়েশন করে জোহানের প্রথম পছন্দের দেশ ছিল আমেরিকা | সেজন্য GRE এন্ড IELTS করে ফেললেন ঠিকঠাক | নিজে নিজেই আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক থেকে I-20 আনলেন , ভিসার জন্য দাঁড়ালেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না | আমেরিকার এম্বেসী থেকে সোজা আমার পান্থপথ অফিসে | সিদ্ধান্তে পরিবর্তন আনলেন | তারপরের গল্প জোহানের নিজের লিখা কমেন্টস | আমাদের ফেসবুক পেজে নিজেই লিখে রেখেছেন শা এসোসিয়েটস নিয়ে মধুর অভিজ্ঞতার কথা | পাঠকদের সুবিধার্থে তার কমেন্টসটি হুবহু তুলে ধরা হলো-

[ I wish all the very best in their future endeavors. I always had a negative impression about agencies in my mind but after meeting them in person and their adequate knowledge about what they are doing especially Supriyo Da I was pretty satisfied and it paid off. Thank you. Only genuine agency I came across.]

জোহান অবশেষে স্বীকার করেছে যে…..স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম আর ক্যারিয়ার কনসালটেন্সি ফার্ম এক নয় | শুধু ব্যবসার জন্যে যেটা পরিচালনা করা হয়….তাকে আমরা বলি স্টুডেন্ট রিক্রটিং ফার্ম , আর যারা জোহানের মতো ছাত্রদের ক্যারিয়ার , স্বপ্ন নিয়ে ভাবে সেটা হচ্ছে সত্যিকারের স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম ও ক্যারিয়ার সেন্টার | শা এসোসিয়েটস সেইরকম একটি প্রতিষ্ঠান | কানাডার Concordia University-তে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি এবং ভিসা পেয়ে একটা খুশির ছবি তুলতে আমার রুমে জোহান | শত শত জোহানের বিশ্বাসেই আমরা আজ এই অবস্থানে আসতে পেরেছি |

ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ জোহান |–সুপ্রিয় কুমার চক্রবর্তী , সি.ই .ও

Leave a Comment