আপনার ছোট ভাই বা বোন কিংবা আপনার সন্তান যদি ইংলিশ মিডিয়ামে গ্রেড সেভেন এর স্টুডেন্ট হয়ে থাকে এবং সত্যি সত্যি ইংলিশের চারটি মডিউলে ( Listening, Reading, Writing, Speaking ) অসম্ভব দক্ষ হয়ে থাকে ; সর্বোপরি আপনি যদি অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে থাকেন , তাহলেই কানাডার স্কুলিং ভিসা নিয়ে স্বপ্ন দেখতে পারেন | আপনি ভিজিটর ভিসায় গিয়ে ছয়মাসের বেশী থাকতে পারবেন না | আরেকটি কথা হলো , দেশের নানা সমস্যা দেখে আপনি যদি নিজের সন্তানের শিক্ষার কথা বলে কানাডায় গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চান , তাহলে অন্য কথা ! আপনার সন্তানের বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়া আর কানাডার বোর্ডিং স্কুলে শত শত ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের সাথে কম্পিটিশন দিয়ে লেখাপড়া করে টিকে থাকা এক কথা নয় !! যদি একবার আপনার সন্তান লেখাপড়ার প্রতি বিমুখ হয়ে যায়, তার লাস্ট পরিচয় হবে লেবার নয়তোবা রিফিউজি | কারণ, তখন আপনাকে রিফিউজি ক্লেইম করেই কানাডাতে ওই সরকারের দয়ার জন্যে অপেক্ষা করতে হবে | মাঝখানে নষ্ট হবে আপনার ভবিষ্যত প্রজন্মের সুন্দর জীবন | ভাবিয়া করিবেন কাজ , করিয়া ভাবিবেন না | ফেসবুকের মিষ্টি মিষ্টি বিজ্ঞাপন একসময় আপনার জীবনে তিতা করলার জুস্ মনে হতে পারে | ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় কানাডার স্কুলিং ভিসা নিয়ে যে সকল মিথ্যা চটকদার ভুয়া খবরের অসত্য আশ্বাসের ছড়াছড়ি, যেমন- মা-বাবার ফুলটাইম কাজের সুযোগ , স্কুলিং ভিসা শেষে পার্মানেন্ট সিটিজেনশিপ পাওয়া , গভর্নমেন্টের অনুদান লাভ ইত্যাদি মিথ্যা প্রলোভনে পড়ে হুট্-হাট আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না | দয়া করে কানাডা সরকারের ওয়েবসাইট ব্রাউজ করুন , সেখানে লেখা নিয়মাবলী ভালো করে পড়ুন |
আমাদের পরামর্শ থাকবে , একজন পিউর কানাডিয়ান স্টুডেন্টসের মতো আপনার সন্তানকে আগে গড়ে তুলুন | বাংলাদেশে বসে কানাডা নিয়ে যা ভাবছেন , বাস্তব বড়োই কঠিন | বিপদে পড়বেন না প্লিজ !! সন্তানের ভবিষ্যত নিয়ে ট্রাম্পকার্ড খেলবেন না ! —- শা অ্যাডমিন ম্যানেজার