L O A D I N G

কানাডার সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও প্রিয়নজিতা বেছে নিলো কার্লটন ইউনিভার্সিটিকে!

ঢাকার অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল ” দি আগা খান স্কুল ” | উত্তরার সুবিশাল অনিন্দ্য সুন্দর ক্যাম্পাসের অসম্ভব মেধাবী ছাত্রী প্রিয়নজিতা চক্রবর্তী ( Prionzita Chakraborty ) | ও’লেভেল দশটি সাবজেক্ট আর এ’লেভেলে পাঁচটি সাবজেক্টের প্রত্যেকটিতে A* এন্ড A গ্রেড নিয়ে প্রিয়নজিতার ফাস্ট এন্ড লাস্ট ইচ্ছে…কানাডায় গিয়ে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্ডারগ্রেড করা | সেই স্থির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রিয়নজিতা সরাসরি শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে | সঙ্গে ছিল অনেক এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ সনদ ও আইএলটিএস স্কোর 8.0 | কানাডার সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও প্রিয়নজিতা বেছে নিলো কার্লটন ইউনিভার্সিটিকে | ছোটোবেলার স্বপ্ন …এরোস্পেস ইঞ্জিনিয়ার হওয়া | সেই স্বপ্ন উড়ানের পাখায় ভর করে প্রিয়নজিতা এখন কার্লটন ইউনিভার্সিটির টেকনোলজি বেইজড ক্যাপিটাল ভার্সিটিতে | আগা খান , দিল্লি পাবলিক স্কুল , মাস্টারমাইন্ড , স্কলাস্টিকা , মেপললিফ, সানিডেল , সানবীম , প্লেপেন ও বিআইটির মতো নামকরা ইংলিশ মিডিয়ামের শত শত স্টুডেন্টসদের সার্ভিস দিতে পেরে শা এসোসিয়েটস গর্বিতবোধ করছে | — শা অ্যাডমিন ম্যানেজার

আমাদের পরবর্তী সেশন উইন্টার’২০২২ ( জানুয়ারী ) ইনটেকে মাস্টার্স , আন্ডারগ্রেড , পিজিডি যে কোনো লেভেলে যে কোনো কোর্সে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা পেতে আমাদের দক্ষ কাউন্সেলিং টিমের হেল্প নিন | আপনার ফিউচার ক্যারিয়ার নিশ্চিন্ত করুন | প্রয়োজনে কল করুন : 01755227766 ( অনলি হোয়াটস্যাপ ) | যে কোনো ডকুমেন্টস পাঠান এই ইমেইল আইডিতে : [email protected]

Leave a Comment