L O A D I N G

কানাডার ক্যাপিলানো ইউনিভার্সিটিটিতে পিজিডি করে মাস্টার্স করার স্বপ্ন নিয়ে সুফিয়ান ভাই এখন অনিন্দ্যসুন্দর ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যানকুভারে ।

কংগ্র্যাচুলেশন্স সুফিয়ান সোলজার । ( Sufian Soldier ) ইংরেজি নামে বিদেশের কোনো ইমিগ্রেশন অফিসার যদি সুফিয়ান ভাইকে আর্মির সোলজার ভেবে বসেন, আশ্চর্য্য হবার কিছু নেই । একজন আর্মির চৌকষ অফিসারের মতোই তারুণ্যদীপ্ত টগবগে যুবক । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে সুফিয়ান ভাইয়ের নেক্সট মিশন ছিল কানাডা । শান্তির দেশে বিনা রেঙ্কে গমনের জন্য দৃঢ় চিন্তা চেতনা । ঢাকায় বিদেশে উচ্চশিক্ষা মিশনের সফলতম প্রতিষ্ঠান ” শা এসোসিয়েটস “-এ এসে দেখা করলেন আরেক সুদর্শন কমান্ডার বাপন সাহার সাথে । কারণ, সুফিয়ান ভাই জানতেন – সবাই সব পারেনা | নিজের পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় জানালেন । বাপন স্যার সুফিয়ান ভাইয়ের পরিকল্পনার সাথে একমত হয়ে অপারেশনে নামলেন । মিশন সাকসেস করে ভিসা এপ্রভাল লেটার ধরিয়ে দিলেন সুফিয়ান ভাইকে । কানাডার ক্যাপিলানো ইউনিভার্সিটিটিতে পিজিডি করে মাস্টার্স করার স্বপ্ন নিয়ে সুফিয়ান ভাই এখন অনিন্দ্যসুন্দর ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যানকুভারে । ক্যারিয়ারের সবকিছুই একটা শৃঙ্খলার মধ্যে , সিস্টেমের মধ্যে , সময়ের মধ্যে : যারা এটা ফলো করেন তারাই সাকসেসফুল পারসন , তারাই গেইনার; উনারাই টিকে থাকবেন । নামের সাথে কর্মের স্বার্থকতার জন্য সুফিয়ান সোলজার ভাইকে আমাদের অকৃত্তিম ভালবাসা ও শুভেচ্ছা । – শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment