L O A D I N G

কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ কম্পিউটার সাইন্স নিয়ে আন্ডারগ্রেড করতে অংকিত এখন কানাডায়!

কংগ্র্যাচুলেশন্স অংকিত সিংহ হাজারী | মা- সীমা হাজারী ; পিতা- জহরলাল হাজারী | চট্টগ্রামের হাজারী গলি কিংবা কমিশনার হাজারী ; যিনি চট্টগ্রামের আপামর সর্ব জনসাধারণের কাছে অতি পরিচিত সজ্জন একজন মানুষ | সেই দাদার সুযোগ্য পুত্র অঙ্কিতের স্বপ্ন ছিল , নর্থ আমেরিকায় গিয়ে গ্র্যাজুয়েশন করা | মনের ভিতরে লালিত সেই স্বপ্ন শেয়ার করলো আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাস স্যারের কাছে | মনোজিৎ স্যার কথা দিয়েছিলেন, অঙ্কিতের ব্যাচেলর ডিগ্রীটা কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতেই হবে | পছন্দের সাবজেক্ট- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ! বি এফ শাহীন কলেজ থেকে এইচএসসি শেষ করে অংকিত IELTS-এ স্কোর তুললো 6.5 | এরপর বাকি কাজ শেষ করলেন মনোজিৎ স্যার | এবার যাওয়ার পালা | আজকেই সেই কাঙ্খিত দিন | বাংলাদেশ ত্যাগের আগে ঢাকায় এসে বাবা-মাকে নিয়ে সিইও স্যারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি উপহার দিয়ে গেলেন , যেটা আমাদের কাছে অতি মূল্যবান এক সম্পদ | ধন্যবাদ কমিশনার হাজারীদা আমাদের উপর আস্থা ও বিশ্বাস রাখবার জন্যে | — শা অ্যাডমিন ম্যানেজার

শা এসোসিয়েটস- ড্রিম ফ্যাক্টরি অব ঢাকা |

Leave a Comment