L O A D I N G

কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে প্রভাত এখন কানাডার পথে

মোহাম্মদ জাওয়াদুল হাসান প্রভাত ( FB: Jawadul Hassan Probhat ) | যার চোখে মুখে শুধুই রকেট , স্পেস স্টেশন , নাসা ! আর সেইজন্যই আমেরিকার ” U.S Space &. Rocket Centre ” এর আমন্ত্রণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে ” NASA Human Exploration Rover Challenge ” মিশনে ১০ সদস্যের ভৰিষ্যতের তরুণ বিজ্ঞানীর নেতৃত্ব দিয়েছিলো প্রভাত | ইচ্ছে ছিল আমেরিকায় গ্র্যাজুয়েশন করবে | কিন্তু খরচের ব্যাপারটা মাথায় রেখে সিইও স্যার বুঝালেন সেইম কোর্স কানাডায় করতে | খরচ হবে তার অর্ধেক | মাস্টার্সটা না হয় আমেরিকায় করা যাবে | একাডেমিয়া থেকে এ’লেভেল শেষ করা প্রভাত তাতেই রাজি হলো | কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে প্রভাত এখন কানাডার পথে | রকেটে চড়ে যেতে পারলে খুব খুশি হতো সে, কিন্তু সেটা তো আর হবে না | তার ফেসবুক প্রোফাইলের একটা পোস্টে লেখা আছে ” If you’re offered a seat on a Rocket ship, don’t ask what seat. Just get on. I have devoted myself to the Rockets 

🚀

” | ধন্যবাদ জাওয়াদুল, Captain of Academia Robotics Team ! ভবিষ্যতের বাংলাদেশ তোমার অপেক্ষায় || — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment