কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম আনিকা তাহসিন | সেই সঙ্গে আমাদের আন্তরিক ধন্যবাদ ইশতিয়াক রাজ্জাক ভাইকেও | যিনি ম্যাডামকে সবদিক দিয়ে সাপোর্ট করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন | যিনি নিজেও আজকে আনিকা ম্যাডামের সঙ্গে শুভযাত্রার সহযোগী | নোয়াখালী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ম্যাডামের পরবর্তী ক্যারিয়ারের ছক আঁকলেন কানাডাকে ঘিরে | স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন পূরণের জন্যে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিলে প্রথমেই IELTS-এ স্কোর তুললেন 7.0 | তারপর আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে | ম্যাডাম জানতেন, যে কোনো একটা কাজে কেউ না কেউ স্পেশালিস্ট | আর সেইজন্যই উনি বেছে নিলেন আমাদেরকে | আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি | আজকে সেই কানাডার উইন্ডসরে গিয়ে ল্যান্ড করবেন ম্যাডাম আনিকা , সঙ্গে লাইফ পার্টনার ইশতিয়াক ভাই | কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর এডমিশন টিম আপনার অপেক্ষায় |
দুইজনের এই একসঙ্গে পথচলা আজীবন অটুট থাকুক, ECE-তে মাস্টার্স অফ ইঞ্জিনীয়ারিং করতে আনিকা ম্যাডাম তাঁর স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাক , এই শুভ কামনায় | সেই সঙ্গে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদেরই এক ছাত্র সৌম্য খানকে , যিনি আনিকা ম্যাডাম ও ইশতিয়াক ভাই পৌঁছার পর তাঁদের হাউজিং , ফুড , শপিং ও সার্বিক সহযোগিতার দ্বায়িত্ব কাঁধে নিয়েছেন | ভালো থাকুন ম্যাডাম | —- শা অ্যাডমিন ম্যানেজার