কংগ্রেচুলেশন্স মাহমুদুল হাসান ভাই । সেইসঙ্গে আমাদের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দিন আপনার প্রিয় বিদ্যাপীঠ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে । যে প্রতিষ্ঠানের প্রফেসর , ডিন , ভাইস চ্যান্সেলর সকলে মিলে একজন কৃতি গ্র্যাজুয়েটকে তৈরী করেছে , যা হচ্ছেন আপনি । আমাদের অনেক অনেক সালাম ও ফুলেল শুভেচ্ছা রইলো আপনার প্রিয় আব্বু-আম্মুর প্রতি । সেইসঙ্গে যে প্রতিষ্ঠানে আপনি এতদিন একজন ইন্সট্রাক্টর হিসেবে IELTS কোচিং করিয়ে শত-শত ছাত্র-ছাত্রীদেরকে তাদের কাঙ্খিত স্কোর পেতে হেল্প করেছেন, সেই সাইফুর’স ( Saifur’s ) কেও জানাচ্ছি বিশেষ ধন্যবাদ । কারণ, এর আগেও সাইফুর্সের অনেক ইন্সট্রাক্টর আমাদের মাধ্যমে কানাডা ও আমেরিকা পাড়ি দিয়েছেন । সত্যি কথা বলতে কি, কানাডায় উচ্চশিক্ষা বিষয়ক অনেক প্রসপেক্টিভ ফোরামের অ্যাডমিন পর্যন্ত্য আমাদের মাধ্যমেই আজ কানাডায় । এর কারণ হচ্ছে , নির্ভরতা , বিশ্বাস , আস্থা ও ভালবাসার জায়গা । আপনার কাঙ্খিত রেজাল্ট , IELTS স্কোর ও ওভারঅল ক্রেডিবিলিটি দেখে কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ আপনাকে মাস্টার্স অব পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও সিঙ্গাপুরস্থ কানাডিয়ান হাই কমিশনকে আমাদের গ্রেট স্যালুট ! সেই সঙ্গে স্প্যেশাল থাঙ্কস আমাদের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারকে, যাঁর সহযোগিতা ও কর্ম দক্ষতার ছোঁয়া না পেলে আজকে এই পোস্ট দেওয়া সম্ভব হতো না ! ভালো থাকুন । — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen