কংগ্রেচুলেশন্স মো: ওলিউল্লাহ আল মিজান । আপনার সাফল্যে ও লক্ষ্যের জয়ে আমরা আনন্দিত , খুশিতে উৎফুল্ল ! উচ্চশিক্ষার প্রতি আপনার আগ্রহকে যাঁরা যাঁরা সাপোর্ট দিয়ে আপনার সফলতার পিছনে নীরবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন, সেই সকলকে আমাদের ধন্যবাদ ও সালাম । মিজান ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সোসিওলজির উপর মাস্টার্স কমপ্লিট করে চাকুরী করলেন Bangladesh Research and Education Network, (BdREN) এবং Shornokishoree Network Foundation (SKNF) নামক অর্গানাইজেশনে এসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার হিসেবে । কিন্তু এনজিও ভিত্তিক কর্মপ্রতিষ্ঠানে জয়েন করে মিজান ভাই উপলব্ধি করলেন, বিদেশী ডিগ্রী ছাড়া কোনোভাবেই টপ লেভেল ম্যানেজমেন্টে পৌঁছানো যাবে না । সেই চিন্তা থেকেই কানাডার অন্যতম ফেমাস বিশ্ববিদ্যালয় Mount Saint Vincent University-তে Master of Arts in Family Studies and Gerontology বিষয়ে আরেকটি মাস্টার্স করতে আমন্ত্রণ পেলেন । IELTS-এ চমৎকার স্কোর এবং চাকুরীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিজান ভাইয়ের পছন্দের বিষয়ে পুনরায় মাস্টার্স করতে যাওয়ার সিদ্ধান্তকে সিঙ্গাপুরস্থ কানাডিয়ান হাই কমিশন সানন্দে এপ্রোভ করলেন । মিজান ভাইয়ের মতো শিক্ষার প্রতি অনুরাগী স্টুডেন্টকে এটুজেড সার্ভিস দিতে পেরে শা এসোসিয়েটস গর্বিতবোধ করছে । আমাদের সিইও স্যারের প্রতি তার আস্থা , বিশ্বাস ও শ্রদ্ধাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা , আমরা চাই মিজান ভাইয়ের মতো মেধাবী স্টুডেন্ট আমাদের অফিসে পা রাখুক, সবসময় !! — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen