L O A D I N G

কানাডায় ওপেন ওয়ার্ক পারমিট!

আমেরিকায় যে ভিসা F2 নামে পরিচিত, ব্রিটেনে যে ভিসা ডিপেন্ডেন্ট ভিসা নামে পরিচিত, অস্ট্রেলিয়াতে যে ভিসা স্পাউস ভিসা নামে পরিচিত; কানাডায় সেই ভিসা ওপেন ওয়ার্ক পার্মিট নামে পরিচিত। সাধারণত যে সকল ছাত্র-ছাত্রীরা মাস্টার্স কিংবা পিএইচডি অথবা পিজিডি করতে যান, তারা যদি তাদের স্পাউসকে (স্বামী/স্ত্রী) নিতে চান, তাহলে ওপেন পার্মিট ক্যাটেগরিতে আৱেদন করতে হয়। আবেদনের সিস্টেম খুবই সিম্পল, বাট একটু টেকনিক্যাল। কারণ, একটু ভুল হলেই পাঁচ বছরের জন্য অঘোষিত বিচ্ছেদ, যা কারোই কাম্য নয়। অনেকে ব্যাপারটা খুব ইজি মনে করে যেন-তেন ভাবে ফাইল জমা দিয়ে রিফিউজ্ড হয়ে তারপর আমাদের কাছে এসেছেন। আমরা তখন খুবই কষ্ট পাই, আমাদেরকে খুব হতাশ করে। তাদের কাছে আমাদের সরি (Sorry) বলা ছাড়া আর কিছু থাকে না! তাই সবাইকে অনুরুধ করবো, ওপেন ওয়ার্ক পার্মিট ক্যাটেগরিতে ফাইল জমা দেবার আগে অন্তত একবার আমাদের সাথে যোগাযোগ করে পুরো বিষয়ে একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিবেন। এ’পর্যন্ত্য আমাদের মাধ্যমে প্রায় তিনশ ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা করা সম্ভব হয়েছে। আগামী পোস্টে তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে পোস্ট দেবার চেষ্টা করবো। সাথে থাকবে, সব ধরণের নিয়মকানুন পরামর্শ বিলকুল ফ্রি।

বিস্তারিত তথ্যের জন্য আমাদের এক্সপার্ট টিমের সাথে এসে কথা বলুন। তার আগে আমাদের ব্লগে একটু চোখ বুলিয়ে নিন, অথবা অফিসিয়াল নিউজলেটারে দেখে নিন কার কার ভিসা হয়েছে!

ব্লগঃ https://blog.saavisa.com/
সাকসেস স্টোরিঃ https://saavisa.com/success-stories/

নিচের লিঙ্ক-এ ক্লিক করে অনলাইনে ফর্ম টি ফিলাপ করুন, আমাদের সুদক্ষ কনসালটেন্ট যোগাযোগ করবে আপনাকে, অতি সত্ত্বর।

আবেদন করুন ➡️➡️ https://saavisa.com/apply/
আবেদন করুন ➡️➡️ https://saavisa.com/apply/

Leave a Comment