L O A D I N G

কানাডায় উচ্চশিক্ষার নানা কৌতূহল প্রশ্নের সঠিক , সহজ-সরল , যা সত্য সেটা শোনার জন্যে আপনি একবার শা এসোসিয়েটসের দরজা পর্যন্ত্য আসুন |

কানাডায় উচ্চশিক্ষার কথা মাথায় আসলেই হাজার হাজার প্রশ্ন চোখের সামনে ঘুরতে থাকে | তৈরী হয় নানা কনফিউশন , ডিলেমা ( Dilemma ) , অমুক-তমুকের ভুলভাল গাইডলাইন ও উপদেশে আপনি হারিয়ে ফেলেন …আসলে আপনি কি প্ল্যান করতে চেয়েছিলেন ? পরিশেষে আপনার গন্তব্য নির্ধারিত হয় কানাডার বদলে গ্রানাডা | কেউ একজন হয়তো গিয়েছে পিজিডি করতে , কানাডায় যাওয়ার আগে বা পরে পুরো মার্কেটে উনি ছড়িয়ে গেলেন — উনি IELTS-এ ৬.৫ দিয়েই স্কলারশীপ নিয়ে মাস্টার্স করতে যাচ্ছেন ! এটা হচ্ছে সোসাইটিতে নিজেকে একজন মেধাবী হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাড প্র্যাক্টিসের নমুনা ! আপনারা হয়তো বুঝবেন না , কিন্তু আমরা এইসব ক্লাস শেষ করে আসছি বিশ বছরের বেশী হবে | ভবিষ্যতে এমন কথা যদি কেউ বলে , আপনি তার কাছে অফার লেটার দেখতে চাইবেন সঙ্গে ভিসার কপি, IELTS-র কপি , স্কলারশিপের এপ্রুভাল ! দেখবেন, আপনার নাম্বার ব্লক লিস্টে !

কানাডায় উচ্চশিক্ষার নানা কৌতূহল প্রশ্নের সঠিক , সহজ-সরল , যা সত্য সেটা শোনার জন্যে আপনি একবার শা এসোসিয়েটসের দরজা পর্যন্ত্য আসুন | বাকি চিন্তা আপনি বাসায় বসে করবেন | কানাডায় যাবেন নাকি মালয়েশিয়াতে যাবেন !! কারণ, আমরা মনে করি, জীবন আপনার সিদ্ধান্ত আপনার ! আপনার সার্বিক যোগ্যতার আলোকেই কানাডায় ভর্তি ও ভিসার কার্য্যক্রম সম্পাদিত হয় |

আপনাকে আরেকটা বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি , আপনি শা এসোসিয়েটস অফিস ভিজিট করার পর কখনোই দিন-রাত যখন তখন আপনাকে ফোন দিয়ে বিরক্ত করা হবে না | কারণ, শা টিম আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের মূল্য দিতে শিখেছে ও সন্মান করে | আমাদের এডুকেশন এক্সপার্টের সাথে পরবর্তী সেশন মে’২০২৩ ( স্প্রিং/সামার ) সববিষয় নিয়ে কথা বলতে চাইলে নিচের এপয়েন্টমেন্ট লিংকে ক্লিক করে চলে আসুন আমাদের যে কোনো অফিসে |

জোর দিয়ে বলতে পারি , আপনি কানাডা যেতে পারেন বা না পারেন …কিন্তু আপনার নিজের ব্যাপারে একটা ধারণা তো হবে ! আসলেই আপনি কানাডায় উচ্চশিক্ষার জন্যে এ’মুহূর্তে এলিজিবল কিনা ? —

Leave a Comment