L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স সৈয়দ লাবিদ হাসান । IELTS 6.5

দুটি কুড়ি একটি পাতার শহর সিলেট | সেই শহরের চা বাগানের ফ্লেভারে বড় হয়ে উঠা লাবিদ ছোটবেলা থেকেই স্বপ্নবিলাসী । সিলেটকে নাকি বাংলার লন্ডন বলা হয় । খুব কাছ থেকে বিদেশে সেটেল্ড হওয়ার প্রতিযোগিতা দেখে বড় হয়েছে লাবিদ । প্রতি ঘরেই একজন করে প্রবাসী , বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান, ব্রিটিশ , ইউরোপিয়ান এমনকি কানাডিয়ান । এবার নিজের জন্য উঠেপড়ে লাগা । সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে লাবিদ ভাবলো, বিদেশে যখন পড়তে যাবোই, ইংলিশে দক্ষ হওয়া চাই । সেই ভাবনা থেকে কোচিংয়ে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও এক্সাম করে IELTS-এ স্কোর তুললো 6.5 । সিলেটে শা এসোসিয়েটসের যে বড় সার্কেল ও নেটওয়ার্ক তা বোধহয় শা টিম ছাড়া কেউ কল্পনা-ও করতে পারবে না । লাবিদ সোজা ঢাকার কর্পোরেট অফিসে ।

কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে Environmental Studies-এর উপর ব্যাচেলর ডিগ্রি করতে লাবিদ এখন কানাডার রাজধানী অটোয়াতে যাবার জন্যে প্রস্তুত । কার্লেটনকে বলা হয় ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ কানাডা | সঠিক সময়ে পারফেক্ট ডিসিশন নেবার জন্য লাবিদকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment