কংগ্র্যাচুলেশন্স সুব্রত পান্থ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করে সুব্রতদার নতুন পরিকল্পনা মিশন কানাডাকে ঘিরে | প্রিয়তমা স্ত্রী মৌমিতা ভৌমিককে নিয়ে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করে নিলেন | কানাডায় পড়তে যাওয়া মানেই IELTS লাগবেই | সেই ভাবনা থেকে IELTS-এ স্কোর তুললেন 7.5 | ডানে-বামে না তাকিয়ে সুব্রতদা চট্টগ্রামে একমাত্র বিশ্বস্ত এডুকেশন কনসালটেন্সি ফার্ম শা এসোসিয়েটস অফিসে এসে দেখা করলেন আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সাথে ! কিছু কাজ কিছু চ্যালেঞ্জ সবাই নিতে পারেন না | যাঁরা মনে করেন ও ভাবেন যে, এই দুনিয়াতে সবকাজ খুব ইজি , তাহলে আমরা বলবো- আপনি ভুল পথে হাঁটছেন ও চিন্তা করছেন |
গ্রামের ছোট সাঁকো তৈরী করার মিস্ত্রিকে দিয়ে তো আর পদ্মা সেতুর কাজ করানো হয়নি | সুতরাং, হিসাব পরিষ্কার ! কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসরে মাস্টার্স অব হিউম্যান রিসৌর্স ম্যানেজমেন্ট-এ উচ্চতর ডিগ্রি নিতে সুব্রতদা ম্যাডাম মৌমিতাকে নিয়ে এখন উইন্ডসরের নিউ উইন্ডো খুলে স্মৃতিচারণে ব্যস্ত ! শা এসোসিয়েটস সুব্রতদার মতন মেধাবী স্টুডেন্টকে ফুলপ্লেজ সার্ভিস দিতে পেরে আনন্দিত ও উনার কাছে প্রত্যাশা একটাই – উনি যেন শা এসোসিয়েটসকে আজীবন মনে রাখেন | —- শা অ্যাডমিন ম্যানেজার