L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স শৈশব আহমেদ সুজন | IELTS 7.5

কংগ্র্যাচুলেশন্স শৈশব আহমেদ সুজন |

শৈশবের মনে হয় শৈশবকাল থেকেই স্বপ্ন ছিল ব্যাচেলর ডিগ্রীটা কানাডায় গিয়ে করা ! হতেও পারে | এবং সত্যি সত্যি হয়েছে-ও তাই | খিলগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করে শৈশব পুরোদমে কানাডার প্রস্তুতি নিতে শুরু করেছিল | IELTS-এ ভালো স্কোরের জন্য যতটুকু সময় দেওয়া দরকার, তার পুরোটাই দিলো সে | স্কোর তুললো 7.5 |

এর পরের স্বপ্ন উড়ানের গল্পটা লিখেছেন আমাদের সিইও স্যার | কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ( সাবেক রায়ার্সন ইউনিভার্সিটি- Ryerson University ) থেকে ব্যাচেলর অফ কম্পিউটার সাইন্স-এ উচ্চশিক্ষা নিতে শৈশব এখন টরোন্টোতে ! IELTS-এ 8.5 , 8.0, 7.5, 7.0 পাওয়া স্টুডেন্টসরা যখন শা এসোসিয়েটসকে তাঁদের ফিউচার ক্যারিয়ার পার্টনার হিসেবে নির্বাচিত করে, তখন বুঝতে হবে– একজন সার্টিফাইড এডুকেশন কনসালটেন্টের গুরুত্ব কতটা !!

সারাদিন হাতে ডান্ডিওয়ালা ক্যামেরা নিয়ে রাস্তা-ঘাটে , হাটে-বাজারে , পথে-প্রান্তরে , বনে-বাঁদাড়ে, জলে-স্থলে আন্দাজে মনগড়া টাইপের পরামর্শ দিলেই জানেওয়ালা হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না | শৈশবের শৈশবকালে দেখা স্বপ্ন পূরণ করতে পেরে শা এসোসিয়েটস আনন্দিতবোধ করছে | ওর কাছে আমাদের পরামর্শ একটাই — হালের সস্তা জনপ্রিয় ইউটিউমার বা ব্লগার না হয়ে এডুকেশনটা ভালোভাবে সম্পন্ন করো | আমরা তোমার সাফল্যে আরো খুশি হতে চাই | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment