কংগ্র্যাচুলেশন্স শাহরুখ সাজিদ |
ঢাকা ভার্সিটির স্টুডেন্ট মানেই স্প্যেশাল কিছু | ঢাকা বিশ্ববিদ্যালয় – আমাদের গর্ব, আমাদের বাংলার অস্তিত্ব ও সত্তার বহিঃপ্রকাশ | সেই ভার্সিটি নিয়ে আমরা ইতিপূর্বে অনেক বিশদ লিখে পোস্ট দিয়েছি | ভালো-মন্দ মিলিয়েই পুরো দুনিয়া | সুইজারল্যান্ডে চোর আছে আবার নাইজেরিয়াতে সাধু-ও আছেন | ঢাকা ভার্সিটির স্টুডেন্ট মানেই রাজনীতিতে সংযুক্ত হতেই হবে — এটা বিশ্বাস করতে আমরা নারাজ ! আপনি আপনার লেখাপড়া ঠিক রেখে যদি রাজনীতি সংস্কৃতি খেলাধুলা বন্ধু-বান্ধব সব ঠিক রাখতে পারেন ; তাহলে এই দুনিয়া আপনার |
শাহরুখ ডিপার্টমেন্ট অফ ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন শেষ করে নতুন ড্রয়িং এঁকে নিলো ক্যারিয়ারের | সে জানতো- নর্থ আমেরিকাতে পড়াশোনা মানেই IELTS করতে হবে | সেই ভাবনা থেকেই IELTS-এ স্কোর তুললো 7.5 | এরপরের বাকি সব কাজ শা এসোসিয়েটসের এডুকেশন এন্ড ক্যারিয়ার ডিপার্টমেন্টের জুনিয়র কনসালট্যান্ট পারভেজ হোসাইনকে দিয়ে একটু ট্রাভেলম্যানিয়াতে ডুবে থাকা শাহরুখ বেরিয়ে পড়লো দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে | তার বিশ্বাস , কাজ শেষ হলেই কল আসবে |
পারভেজ সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে | কানাডার লেকহেড ইউনিভার্সিটি থেকে Electrical and Computer Engineering পছন্দের সাবজেক্টে ভর্তি ও ভিসার যাবতীয় কাজ শেষ করে শাহরুখের কাছে ফিরিয়ে দিলো তার গচ্ছিত বিশ্বাস ও আস্থার মূল্য | শাহরুখের মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আমাদের সাকসেস স্টোরিজের চলমান তারকা | মুম্বাইর নয় , ঢাকার | —- শা অ্যাডমিন ম্যানেজার