L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স শামীম হাসান সিরাজী | IELTS 8.0

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৪

কংগ্র্যাচুলেশন্স শামীম হাসান সিরাজী | IELTS 8.0

কিছু মানুষ আছেন , যাঁরা জীবনের প্রতিটা ক্ষেত্রে লেখাপড়া ছাড়া কিছুই ভাবেন না | চাকুরীতে প্রবেশের পরেও এডুকেশনের পাট চুকাতে অনেক দেরি করেন | তাঁদের কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তা হলো- ক্যারিয়ারে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে হলে এডুকেশনের সাথে সম্পর্ক রাখতেই হবে | এর কোন বিকল্প নাই | সিরাজী স্যার তেমনি একজন মানুষ | সোশ্যাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকুরী করছেন সাত বছর হলো , ন্যাশনাল ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক মিলিয়ে চাকুরী করছেন প্রায় সতেরো বছর | এডুকেশন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ; গ্র্যাজুয়েশন করেছেন এআইইউবি ( AIUB ) থেকে | সিরাজী স্যারের অনেকদিনের স্বপ্ন কানাডায় মাইগ্রেশন কিংবা উচ্চশিক্ষা | শেষমেশ তিনি কানাডায় আরেকটি নর্থ আমেরিকান ডিগ্রি (এমবিএ) নেবার জন্যে মাস্টারপ্ল্যান করলেন | কিছু পরিকল্পনা এক্সপার্টের হাত ধরেই এগুতে হয়, উনি ব্যাংকে জব করেন বলেই সেটা ভালো করে জানতেন | শা এসোসিয়েটস হতে পারে সেই এক্সপার্টদের আইকন ওয়ার্ল্ড |

সিরাজী স্যার এসে দেখা করলেন আমাদের জুনিয়র এডুকেশন কনসালট্যান্ট রুসলান শাহ আদিব এর সাথে | আদিব ভাই আমাদের সিইও স্যারের সাথে বসে একটি চৌকষ প্ল্যান নিয়ে কাজ শুরু করলেন , যেন কোনভাবেই সিরাজী স্যারের স্বপ্ন বৃথা না হয় !! কানাডার ভ্যাংকুভারে অবস্থিত University Canada West-এ আরেকটি MBA করবার পূর্ণ শক্তি, একাগ্রতা, ইচ্ছা ও স্বপ্ন নিয়ে সিরাজী স্যার সপরিবারে এখন কানাডার উদ্দেশ্যে শুভযাত্রায় লাগেজ প্যাকে ব্যস্ত !
আমরা স্যারের সার্বিক সফলতা কামনা করছি |—- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment