L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স শাফিন রহমান | IELTS 7.0

শাফিনের ভিসা প্রাপ্তির গল্প বলার আগে একটু গোড়ার দিকে যাওয়া যাক | শাফিনের বড়ভাই নাবিল আমাদের মাধ্যমেই কানাডা গেছে , নাবিলের ওয়াইফ মেহেবুবা ওশিয়া ম্যাডাম-ও গেছেন আমাদের মাধ্যমে | সেটা ২০১৭ সালের কথা | ম্যাডাম অবশ্য এখন কানাডার একটি বিখ্যাত ব্যারিস্টার এন্ড সলিসিটার ফার্মে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন | চাকুরীর অভিজ্ঞতার আলোকে বোধহয় শাফিনের ফাইল নিয়ে কাজ করে বুঝে পেয়েছেন — রিফিউজাল লেটার |

এরপরের গল্প আমাদের তৈরী করা | শাফিন ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করে বড়ভাইয়ের কাছে থেকে উচ্চশিক্ষা নেবার স্বপ্নে IELTS-টা করে নিলো | স্কোর তুললো ৭.০
আমরা নতুন করে কাজ শুরু করেছি | কলেজের অফার লেটার দিয়ে যদি কানাডার ভিসা মুড়ি-মুড়কির মতন পাওয়া যেত, তাহলে বাংলাদেশের ১০৩টি প্রাইভেট ইউনিভার্সিটি আর ৪৩টি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এতো যুদ্ধ বাঁধতো না | সবাই চলে যেতে পারতো | আসলে , কানাডায় গেলে অনেকে সবকিছুকে খুব ইজি মনে করেন | যেনতেন একটা কলেজ থেকে অফার লেটার এনে জমা দিলেই বোধহয় ভিসা কনসুলার খুশিতে গদগদ হয়ে পাসপোর্ট রিকিউয়েস্ট লেটার পাঠিয়ে দিবেন | না, আপনি যত সহজ মনে করছেন, আমাদের কাছে তা অনেক কঠিন একটি ম্যাটার !

শাফিনকে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড ( MUN )-এ ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রি অর্জনে সকল কাজ সুসম্পন্ন করে বড়ভাই ও ভাবির কাছে যথাসময়ে পাঠিয়ে দিয়েছি | ম্যাডাম নিশ্চয় বুঝতে পেরেছেন, অভিজ্ঞতার মূল্য কতটা ? ২৪ বছর এমনি এমনি পার করিনি | ৭ই জুলাই ২০২৩ শা এসোসিয়েটসের এই পথচলার রজত জয়ন্তী | আশা করছি , ম্যাডামের ল’ফার্মকে ইনভাইট করবো আমাদের জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে | সেইসঙ্গে নাবিলকে, ম্যাডামকেও | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment