আহসানুল্লাহ ইউনিভার্সিটি মানেই একটা চ্যালেঞ্জ ওয়ার্ক | তার কারণ কি , সেটা আহ্সানুল্লাহতে যাঁরা পড়েন, তাঁরা আমাদের চেয়ে ভালো জানেন | রাফিউল ভাই সেই চ্যালেঞ্জ অতিক্রম করে আমাদের কাছে এসেছেন | এবার নতুন স্বপ্ন নিয়ে চ্যালেঞ্জ | সহযাত্রী হিসেবে নিলেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারকে | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স ডিগ্রি করতে রাফিউল ভাই এখন থান্ডারবে-তে !
নিজের উপর অনেক আত্মবিশ্বাস ও আস্থা থাকার পরেও একজন এডুকেশন কন্সাল্ট্যান্টের হেল্প নেওয়া মানেই হচ্ছে — কোনরকম রিস্ক না নিয়ে ক্যারিয়ারের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছা বুদ্ধিমানের কাজ | বুর্জ আল খলিফার সর্বোচ্চ চূড়া থেকে হলিউডের হার্টথ্রব নায়ক টম ক্রুজের মতন ডাইভ দেওয়া সকলের জন্য প্রযোজ্য না ! — শা অ্যাডমিন ম্যানেজার