L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম তেরেসা বিনতে মোহসিন | IELTS 7.5

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম তেরেসা বিনতে মোহসিন |

বুয়েটের পর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বার জন্যে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি – AUST | কঠিন নিয়ম-কানুনে , ডিসিপ্লিনে , নো-কম্প্রোমাইজিং এথিক্সে পরিচালিত ভার্সিটি – আহসানুল্লাহ ! এটা আমাদের ব্যক্তিগত রিসার্চ ও ইন্টারনাল জরিপের ফলাফল ! সেই ভার্সিটির EEE ফ্যাকাল্টি থেকে কৃতিত্ত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন শেষ করে তেরেসা ম্যাডামের নেক্সট ডেস্টিনেশন- কানাডায় গিয়ে মাস্টার্স করা | অযথা দুই-তিনটা দেশে ট্রাই করে তারপর কানাডা , এইরকম ভাবনা নিয়ে সামনে এগুতে চাননা অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা | যে কোনো দেশে রিফিউজ্ড হলে অন্য দেশকে সেটার কৈফিয়ত দিতে হয় | এটা আরেক বিড়ম্বনা !

ম্যাডাম কানাডায় মাস্টার্স করবার দৃঢ় সংকল্প নিয়ে IELTS এক্সাম দিয়ে স্কোর তুললেন 7.5 | এরপর একজন ভালো এডুকেশন কনসালটেন্টের খোঁজ নিতে গিয়ে আবিষ্কার করলেন- শা এসোসিয়েটস !

পছন্দের বিশ্ববিদ্যালয় ছিল – ইউনিভার্সিটি অফ ক্যালগেরি সহ আরো তিনটি বিশ্ববিদ্যালয় | শেষমেশ ক্যালগ্যারিতেই ফাইনাল হলো– Master of Engineering (MEng) in Electrical & Computer Engineering-সাবজেক্টে উচ্চতর ডিগ্রীটা সেখানেই করবেন | ক্যালগ্যারিতে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা দিয়ে ম্যাডামের স্বপ্নকে যথাযথভাবে সাকসেস করে দিতে পেরে শা টিম আনন্দিত বোধ করছে | আহসানউল্লাহর প্রায় একশো স্টুডেন্টস শা এসোসিয়েটসের সহযোগিতা নিয়ে এখন কানাডা ও আমেরিকায় | এই সাফল্যের কারণ- আমাদের কাজ, কমিটমেন্ট ও সার্ভিস প্রদানে নো-কম্প্রোমাইজ , ঠিক আহসানউল্লাহর সিজিপি প্রদানের ক্ষেত্রে ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment