প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ফ্যাকাল্টি থেকে ফাইন্যান্স মেজর নিয়ে বিবিএ-BBA ডিগ্রি অর্জন করলেন ম্যাডাম | এরপর ঢুকে গেলেন প্রফেশনাল লাইফে | কিন্তু একটা বাধা অনুভব করছেন এতবড় কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকে | সিদ্ধান্ত নিলেন, MBA-টা করে ফেলবেন; তাহলে একটা পজিশন ক্রিয়েট হবে ইন ফিউচারে | এখন সেটা যদি আবার ঢাকা ভার্সিটিতেই কিংবা নর্থ সাউথেই হয়, তাহলেতো যেই লাউ সেই কদু হয়ে গেলো | একটা ডিফ্রেন্ট প্লেস ডিফ্রেন্ট কান্ট্রির ডিগ্রি মানেই নিজের রিজিউমিকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া | IELTS-এ স্কোর তুললেন ৭.০
আমাদের অফিসে এসে কথা বললেন বাপন স্যারের সাথে | উনি স্বল্প বাজেটে এমবিএ করবার স্বপ্ন দেখালেন | মেজর ফাইন্যান্স এন্ড ব্যাঙ্কিং | ব্রিটিশ কলাম্বিয়াতে অবস্থিত “University Canada West ” -এ এমবিএ করতে ম্যাডাম এখন সপরিবারে কানাডার ভ্যাংকুভারে | হাজব্যান্ডের জন্য ওপেন ওয়ার্ক পার্মিট আর প্রিয় সন্তানের জন্য আবেদন করেছিলেন স্টাডি পার্মিট | সকলের একসঙ্গে শুভযাত্রার মাস্টার প্ল্যানার হতে পেরে বাপন স্যার ভীষনভাবে আনন্দিত , কথা ও কাজের পূর্ণ বাস্তবায়নে |
শা এসোসিয়েটস, কথা দেয় কথা রাখে |— শা অ্যাডমিন ম্যানেজার