L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম সামিরা আবসার | আবারো Blue ইকোনমির শহর চট্টগ্রামের কন্যা সামিরা | IELTS 7.5

” Education for Change – Social Justice Education -Gender and Women’s Studies ” — হোয়াট এ সাবজেক্ট ! ডাইনামিক পিতার ট্যালেন্টেড ডটার | ছবির মাঝখানে গর্ব ও তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা বাবা নুরুল আবসার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি | এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে বাবার কাছে আবদার করলেন , মাস্টার্সটা কানাডা নয়তো আমেরিকা | আন্ডারগ্রেডে ম্যাডামের সাবজেক্টটি ছিল- পলিটিক্স, ফিলোসফি এন্ড ইকোনমিক্স | কানাডায় উচ্চশিক্ষা নেবার জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করতে IELTS-এ স্কোর তুললেন 7.5 | ফাইনান্সিয়াল প্ল্যানার হিসেবে দেশের খ্যাতনামা এনজিও BSFDRC-তে চাকুরীরত ম্যাডাম জানতেন , বাবা না করবেন না | শিক্ষাণুরাগী বাবার প্রতি বিশ্বাসের ভিতটা-ও মজবুত | বাবা নুরুল আবসার একবাক্যে রাজি হয়ে গেলেন |

আমাদের চট্টগ্রাম অফিসের আনঅফিসিয়াল ম্যাজিশিয়ান মনোজিৎ স্যার ফাইল হাতে নিয়ে নিশ্চিন্ত থাকতে বললেন …ভর্তি ও ভিসা , দুটোর উপর | আসলে স্যার জানতেন – কোন স্টুডেন্টের ভিসা হবে, কোনটা হবে না ? কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে উপরের সাবজেক্টে ( Education for Change – Social Justice Education -Gender and Women’s Studies ) মাস্টার্স করতে সামিরা ম্যাডামকে যে কথা দিয়েছিলেন, সেই কথার ফল হচ্ছে আজকের এই ছবি |

আমাদের কাজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্যে বাবা নুরুল আবসার ও ম্যাডাম সামিরা আবসারকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment