স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৭
কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম আমরিনা জামান | IELTS 7.0
আজকে আবারো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক | এইবার আমরিনা ম্যাডাম এই রিপুটেড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন ফার্মাসি থেকে ব্যাচেলর এন্ড মাস্টার্স | কান্ট্রি লিডিং ফার্মাসিউটিকেলস কোম্পানিতে জব করছিলেন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে | ম্যাডামের আরো উপরের ধাপে উঠার স্বপ্ন, সেটা শুধু বাংলাদেশে নয় | এই সাবজেক্টের মূল্য বিশ্বের সব জায়গায় | তাইতো ম্যাডাম ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবা শুরু করলেন | একটা প্রফেশনাল এমবিএ ডিগ্রি অর্জন হলে আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই | যেই ভাবা সেই কাজ |
ম্যাডামের পছন্দের ভার্সিটি ” Niagara University in Ontario ” থেকে এমবিএ অফার লেটার আসলো | মেজর নিলেন – Health Care Management Ontario.
এবার ভিসা প্রসেসিংয়ের পালা | কোনরকম রিস্ক নিতে রাজি নন ম্যাডাম ও তাঁর হাজব্যান্ড | আমাদের সিইও স্যারের রুমে আসা মানে স্বপ্ন পূরণের শেষ ধাপ |
নায়াগ্রা ফলসের পাশে বসে ধোঁয়া উঠা গরম কফির মগে চুমুক দিয়ে Niagara University in Ontario-র অফার লেটার দিয়ে ভিসা নিয়ে কানাডা আসার স্বার্থকতা হলো – এডুকেশন এন্ড ইমিগ্রেশন | — শা অ্যাডমিন ম্যানেজার