কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম উম্মে হানি সরকার |সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথাকথিত ব্লগ আর ফোরামে যখন গণ রিফিউজের ঝড় , কান্নার আওয়াজ – আপনি তখন হাসি মুখে এই দেশ ছেড়েছেন | কারণ, আপনার পাশে ছিল শা এসোসিয়েটস | অনলাইনে ঘাপটি মেরে বসে থাকা অতি বাঁচালদের পরামর্শ যে কোন কাজে আসে না ; এটা বারবার প্রমাণিত হয়েছে | তারপরেও আপনার মতন অনেক মেধাবী স্টুডেন্টস এইসব ভুঁইফোড় ব্লগ আর ফোরামে সারাদিন পড়ে থাকে ; কেন পড়ে থাকে , আমাদের জানা নেই ! অমুক-তমুক, যদু-মধু , আবুল-বাবুলের কাছ থেকে পরামর্শ নেয়; যে নিজেই ভিসা পায়নি; সেই লোক-ও পরামর্শ দেয় | যে জীবনে কানাডা যেতে পারবে না ; সেই লোক আবার দুই আঙ্গুল বেশি বলে !আপনি সঠিক সময়ে শা এসোসিয়েটসের উপর ভরসা রেখেছেন | তাইতো আপনার গন্তব্য আজকে ইউনিভার্সিটি অফ উইন্ডসরের গ্র্যাজুয়েট ফ্যাকাল্টির Electrical and Computer Engineering ডিপার্টমেন্টে | বাংলাদেশের University of Asia Pacific আপনার মতন একজন কৃতি ছাত্রী তৈরিতে যে ভূমিকা রেখেছে , সেইজন্য সেই ভার্সিটির প্রফেসর ও লেকচারারদের শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট | আপনার উচ্চশিক্ষার অদম্য জার্নিতে আপনার লাইফ-পার্টনার ও সন্তানকে সহযোগী করে দিতে পেরে আমরা অনেক আনন্দিত ম্যাডাম | পুরো পরিবার নিয়ে ভালো থাকুন , সুন্দর থাকুন | — শা অ্যাডমিন ম্যানেজার
SA Associates | Embassy of the Global Citizen