L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: মিনহাজুল ইসলাম মজুমদার | IELTS 6.5

University of Information Technology & Sciences (UITS) থেকে BBA গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মিনহাজুল ভাই চাকুরীতে ঢুকে গেলেন | অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য | ইন্ডাস্ট্রি লেভেলের বি-টিম থেকে এ-টিমে যেতে হলে অবশ্যই উচ্চতর ডিগ্রি দরকার, অনেক অভিজ্ঞতার দরকার | যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য | মিনহাজুল ভাই এবার নতুন ডেস্টিনেশনের সন্ধানে |

শা এসোসিয়েটসকে খুঁজে নিলেন অল্পতেই | আমাদের কাউন্সেলিংয়ে IELTS- করতে বসে পড়লেন | স্কোর তুললেন 6.5 | অবশ্য আমাদের সিনিয়র কনসালটেন্ট বাপন স্যার টার্গেট দিয়ে ছিলেন, মিনিমাম 6.5 থাকা চাই | কারণ, মিনহাজুল ভাইয়ের পছন্দের ভার্সিটি ছিল – ট্রেন্ট ইউনিভার্সিটি ( Trent University ) |

ট্রেন্ট ইউনিভার্সিটির পপুলার প্রোগ্রাম মাস্টার্স ইন Big Data Financial Analytics stream সাবজেক্টে এডমিশন যখন হয়েছে , ভিসা হওয়া সময়ের ব্যাপার মাত্র | বাপন স্যার কথা দিয়েছিলেন, কথা রেখেছেন | পছন্দের ভার্সিটিতে ভর্তি ও ভিসা পেয়ে মিনহাজুল ভাইয়ের মুখে এই চওড়া হাসি আমাদের সেরা প্রাপ্তি ও তৃপ্তি | ভালো থাকবেন সবসময় | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment