L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: মনসুর আলম ও ম্যাডাম সাঈদা আলম | CANADA VISITOR VISA 10 YEARS

চমৎকার এই দম্পত্তির জন্য আমরা আর কি করতে পারি ? প্রথমে আসলেন ছেলে আর পুত্রবধূর স্টাডি পার্মিট ও ওপেন ওয়ার্ক পার্মিট ভিসার জন্য ; করে দিলাম | দুইজনেই এখন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে | তারপর উনার আপন ভাগ্নি , কানাডায় স্টাডি পার্মিট – সেটাও করে দিলাম | তিনি আছেন ম্যাকগিল ইউনিভার্সিটিতে | এরপর উনাদের ইচ্ছে হলো – আমেরিকা ঘুরবেন | সেই স্বপ্ন-ও পূরণ হলো গত দুইমাস আগে | পোস্ট-ও দিয়েছিলাম | যেহেতু ছেলে আর ছেলের বৌ কানাডায় আছে, দেখতে যাবেন, ঘুরতে যাবেন – সেই ইচ্ছেও শেষমেশ পূরণ হলো | কানাডার দশ বছরের মাল্টিপল ভিসা এখন উনাদের হাতে | এমন হাসি সঙ্গে পারিবারিক বিশ্বাস ও ভালবাসা এভাবেই বাড়তে থাকুক , আর আমাদেরকে সঙ্গে রাখুক | আমাদের সার্ভিস নেবার জন্য আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ স্যার মো: মনসুর আলম ও ম্যাডাম সাঈদা আলম | যেখানেই থাকুন, ভালো থাকুন | – শা অ্যাডমিন ম্যানেজার

[ শা এলিট ট্যুরস, শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন ]

Leave a Comment