স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৩৯
ছয়ে ছক্কা – IELTS 6.0
কংগ্র্যাচুলেশন্স মো: ইয়াসিন খান |
ধৈর্য্য , অপেক্ষা , বিশ্বাস , শ্রদ্ধা — এই চারটি গুনের সমন্বয়ে তৈরী একটি ছেলের নাম যদি বলতে হয় সে হলো ইয়াসিন | আমরা সাধারণত IELTS-৬.০ স্কোরার কোনো স্টুডেন্টের ফাইল নেই না | কিন্তু ইয়াসিনের বাবা কোথা থেকে যেন শুনেছেন , যদি শা এসোসিয়েটসের সিইওকে একবার রাজি করাতে পারেন , তাহলে আপনাকে আর কিছু চিন্তা করতে হবে না | কাজ হবেই, একদিন আগে , আর দুইদিন পরে | ইয়াসিন বসের মোবাইলে প্রতিদিন মেসেজ আর মেসেজ পাঠাতো , অফিসে এসে বসে থাকতো | আজকে যদি ইয়াসিন কানাডার টরন্টো থেকে এই পোস্ট পড়ে থাকো, তাহলে বলবো – তুমি নিজেই কমেন্টস করবে — প্রতিটা কথা সত্য কিনা ?
ইয়াসিনের ধৈর্য্য , ওর বাবার অসম্ভব রকম বিনয়ী আচরণ, ভদ্রতা , কোনো কিছুর জন্যে দীর্ঘ সময়ের অপেক্ষা আমাদেরকে মুগ্ধ করেছে | ইয়াসিন জানে কিভাবে জিততে হয় ? ওকে নিয়ে একটা সুন্দর পোস্ট দেব বলে গত ৭ই এপ্রিল আমরা একটা পোস্ট দিয়েছিলাম | প্রথমবার রিফিউজ্ড হওয়ার পর ইয়াসিনের মন ভেঙে গেলো | বললাম, সরি ইয়াসিন , অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করো , আমরা আসলেই খুব বিজি | কিন্তু ইয়াসিন ছেড়ে দেবার পাত্র নয় | আরেকবার চেষ্টা করতে বললো সিইও স্যারকে | বস রাজি হলেন |
কানাডার লেকহেড ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সাইন্স- এর উপর অনার্স করতে ইয়াসিন এখন থান্ডারবে-তে ! একটি লজিক্যাল কভার লেটার , দুর্দান্ত স্টাডি প্ল্যান , ফাইনান্সিয়াল এফিডেভিট , চমৎকার গোছানো ফাইল দ্বিতীয়বার আর সিইও স্যারের দক্ষতার ঝুলি থেকে হাতছাড়া হয়নি | আপনার যদি কোনকিছুর প্রতি ডেডিকেশন থাকে , অপেক্ষা করবার মতন সময় থাকে , ধৈর্য্য থাকে, একজন মানুষের প্রতি আস্থা , বিশ্বাস ও সন্মানবোধ থাকে ; তাহলে অবশ্যই আপনার কাজ হবে | ইয়াসিন খান তার প্রমান | শা এসোসিয়েটসের সঙ্গে প্রায় দেড় বছরের জার্নি শেষে ইয়াসিন এখন কানাডায় |
ছয়ে ছক্কার গল্প চলবে আরো ছয়দিন | — শা অ্যাডমিন ম্যানেজার