আবারো নর্থ সাউথ ইউনিভার্সিটির কৃতি স্টুডেন্টের সাফল্যের কথা | গত ১৬ বছরে শা এসোসিয়েটসের মাধ্যমে যাওয়া NSU-র প্রায় ৭০০ স্টুডেন্টস পুরো কানাডা ও আমেরিকায় আমাদের জন্যে অফিসিয়াল এম্বাসেডর | আমাদের তেমন বিজ্ঞাপন লাগে না | রেফারেন্স আমাদের স্টুডেন্টস এনরোলের বড় শক্তি | ২০১৫ সালের জানুয়ারির পর থেকে বাংলাদেশের কোন দৈনিক পত্রিকায় , টিভি চ্যানেলে , ষ্টার সিনেপ্লেক্সে , রেডিওতে আমাদের বিজ্ঞাপন দেওয়া হয়নি | আমরা প্রয়োজন মনে করিনা | কারণ, আহাদ ভাইদের মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আমাদের প্রেরণা , আমাদের কাজের সাফল্যের দিক নির্দেশনা |
US বেইজড সফটওয়্যার কোম্পানিতে চাকুরীর পাশাপাশি আহাদ ভাই স্বপ্ন দেখলেন , মাস্টার্স যদি করতেই হয় , কানাডায় করবো | সেই লক্ষ্য নিয়ে IELTS-এ স্কোর তুললেন 8.0 | বাকি সব দ্বায়িত্ব ছেড়ে দিলেন আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যারের হাতে | কানাডার Acadia University থেকে কম্পিউটার সাইন্সের উপর মাস্টার্স ডিগ্রি অর্জনে আহাদ ভাইয়ের এখন যাবার পালা | আমরা কথা ও কাজের চমৎকার সেতুবন্ধন তৈরী করতে পেরেছি বলেই , ২৫ বছরের বেশি এই সেক্টরে সুনামের সাথে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস চালিয়ে যাচ্ছি | আমরা আরো ৫০ বছর থাকতে চাই | সেইজন্য আমাদের দরকার আহাদ হাসান ভাইদের মতন মেধাবী তরুণ , যাঁদের কাছে শা এসোসিয়েটস একটি ব্র্যান্ড ; যেমন ব্র্যান্ড ফেরারি , মার্সিডিজ , ল্যাম্বরগিনি , বিএমডাব্লিউ , পোর্শে — যারা আভিজাত্যের পাশাপাশি শুধুই দৌড়ায় | বিলংস করে কোয়ালিটি ও ব্র্যান্ড ভ্যালু || — শা অ্যাডমিন ম্যানেজার