L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: আবুবকর শামসুদ্দোহা শাহীন | IELTS 6.5

ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট মানেই অন্যরকম কিছু একটা | কারণ, নেগেটিভ সমালোচনাকে থোড়াই কেয়ার না করে পজিটিভলি এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সফলতা | শাহীন ভাই সেটাই প্রমান করে দেখালেন | জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শ্রীমঙ্গল সরকারি কলেজ | সেই কলেজ থেকে বিবিএ শেষ করে শাহীন ভাই মনের মধ্যে অনেক জিদ ও আক্ষেপ ধরে রাখাকে নতুন করে উন্মোচন করলেন | পরবর্তী ডিগ্রি দেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তো নয়ই , এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও না | পড়লে হয় কানাডা নয়তো ইউরোপ | সেই ইচ্ছা ও স্বপ্নকে লালন করে ইংলিশ টেস্ট লেভেল এক্সাম IELTS-এ ভর্তি হলেন, স্কোর তুললেন 6.5 | এবার সামনে ঠান্ডা মাথায় এগুতে হবে | হারলেই সব শেষ |

শা এসোসিয়েটসের টিমকে অন্ধের মতো বিশ্বাস করে পথ চলা শুরু করলেন | কিছু প্ল্যান একান্তই নিজের মতো করে সাজাতে হয়, অন্যেরটা দেখে অনুকরণ বা অনুসরণ দুটোই খারাপ | শাহীন ভাইকে আমাদের জুনিয়র কনসালটেন্ট আদিব ভাই পরামর্শই দিলেন , ভ্যাংকুভারের ইউভার্সিটি কানাডা ওয়েস্টে এমবিএ করতে | ভর্তি ও ভিসা দুটোই হবে , ইনশাল্লাহ ! শাহীন ভাই ভরসার জায়গা খুঁজে পেলেন | তার জ্বলজ্যান্ত প্রমান আজকের এই পোস্ট, আজকের এই ছবি |

সফলতার গল্পগুলো এইভাবেই তৈরী হয় | মনের মধ্যে পুষে রাখা ইচ্ছা , আগ্রহ , স্বপ্নের প্রতি নিজস্ব ভালবাসা প্রতিটা গল্প তৈরির পিছনের মূল কারিগর | আমরা উপলক্ষ মাত্র | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment