স্বপ্নের উড়ান : সফলতার গল্প -২২
ধন্যবাদ মোহাম্মদ নুরুল আবসার সাহেব |
ছেলে কাব্যকে কানাডায় পাঠিয়ে আবসার সাহেবের ইচ্ছে হলো – পুরো পরিবার নিয়ে কানাডা ঘুরে আসবেন, ছেলের সাথে কিছুদিন চমৎকার সময় কাটাবেন | কানাডিয়ান হাইকমিশন সাধারণত বাবা মাকে ভিসা দেয়, ছোট ভাই ও বোনকে অহেতুক ভিসা দিতে রাজি হয় না | কিন্তু আবসার সাহেব আরেক মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে যাবেন , এটাই তার মনের কথা ও জিদ | কাব্য আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছিলো , সে ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ছে , বিবিএ | আবসার সাহেব এসে দেখা করলেন আমাদের সিইও স্যারের সঙ্গে |
স্বপ্ন একবার মাথার ভিতরে ঢুকে গেলে সেটা একরকম পোকা হয়ে যায় | আর সেই পোকাকে বের করার দায়িত্ব সবাই নিতে পারে না ; দরকার একজন এক্সপার্টের | আবসার সাহেব খুশি তো আমরা খুশি | এবারের খ্রিষ্টমাস ও হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন হউক বাঙালি পাড়া বলে খ্যাত ডেনফোর্থে — শুনেছি , কোন এক বাংলাদেশী নাকি একটা চায়ের দোকান দিয়েছে – নাম রেখেছে ” ভাবীর চা ” !! বিদেশে বাঙালির রুচিবোধ নিয়ে আরেকদিন পোস্ট দিবো !! — শা অ্যাডমিন ম্যানেজার