L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মোস্তাফিজুর রহমান। IELTS 6.5

IUBAT – International University of Business Agriculture and Technology.
বাংলাদেশের প্রায় ১০৩ টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অতি সুপরিচিত একটি বিশ্ববিদ্যালয়। সেই ভার্সিটি থেকে বিবিএ-এমবিএ করে মোস্তাফিজ ভাই জয়েন করলেন চাঁদপুরের পদ্মা ব্যাংকে লোন অফিসার হিসেবে | মোস্তাফিজ ভাইয়ের মেজর সাবজেক্ট ছিল মার্কেটিং , ফিন্যান্স এন্ড ব্যাঙ্কিং । কিন্তু সমবয়সী কলিগ , বন্ধু-বান্ধবের উত্থান দেখে নিজেকে সামলে নিতে কষ্ট পাচ্ছেন । কর্পোরেট অফিসের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব ইফতেখার মাহমুদ স্যার পরামর্শ দিলেন , নর্থ আমেরিকা কিংবা ইউকে থেকে একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে আসলে ভালো করতে পারবে । তা ছাড়া, একজন উদীয়মান ব্যাংকার হিসেবে নিজেকে বাইরে সেটেল্ড করতে পারলে আরো ভালো হয় । মোস্তাফিজ ভাই চাকুরীর পাশাপাশি IELTS- প্রস্তুতি নেওয়া শুরু করলেন । স্কোর তুললেন 6.5 ।

এবার আমাদের সন্ধানে ঢাকায় পা রাখলেন। ইলিশের শহর চাঁদপুরের ছেলে মোস্তাফিজ ভাইকে আস্থা ও বিশ্বাস দিলেন আমাদের জুনিয়র কনসালটেন্ট মো: পারভেজ হোসাইন। টরোন্টোতে অবস্থিত ” ফ্লেমিং কলেজ “-এ গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টের উপর দুই বছরের পোস্টগ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স করতে মোস্তাফিজ ভাই এখন সবুজে একাকার টরোন্টোর ম্যাপেল্লিফ গাছে ভর্তি অনিন্দ্যসুন্দর ক্যাম্পাসে । যেহেতু , উনার বিবিএ এন্ড এমবিএ দুটোই করা ছিল, তাই মোস্তাফিজ ভাইকে অযথা আরেকটি মাস্টার্স না করতে আমরা এই মুহূর্তে পরামর্শ দিয়েছি । পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার পর ভবিষ্যতে ক্যারিয়ারের প্রয়োজনে যে কোনো ডিগ্রি নিতে সঠিক গাইডলাইন দিয়েছেন আমাদের জুনিয়র কনসালট্যান্ট পারভেজ ভাই । শুধু শুধু অর্থ খরচ করে ডিগ্রি নিলেই তো হবে না ।

জাতীয় মাছ ইলিশ থেকে জাতীয় পাখি গ্রেজয় বার্ডের সাথে হউক এবার বন্ধুত্বের মাখামাখি । — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment