ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ব্রাহ্মনবাড়িয়ার তরুণ সিয়াম এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই স্বপ্ন দেখলো , গ্র্যাজুয়েশন করলে শুরুটাই যেন হয় কানাডা দিয়ে | সেই পরিকল্পনা নিয়েই IELTS-এ ভর্তি হলো এবং স্কোর ও তুলে নিলো 7.0
এরপর যোগাযোগ স্থাপন করলো আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে | বর্তমান বিশ্বে করোনার উথাল-পাথাল ঘটনা-দুর্ঘটনার পর সবচেয়ে আলোচিত সাবজেক্ট মলিকুলার বায়োলজির উপর নজর অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের | বাপন স্যার সেই সাবজেক্ট নিয়েই পড়তে সিয়ামকে ইন্সপায়ার্ড করলো | কানাডার দ্যা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ব্যাচেলর ডিগ্রি অর্জনে সিয়াম এখন তার স্বপ্নের দেশে | আমরা আশা করছি, সিয়াম যে স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কানাডা গেছে , সেই স্বপ্ন যথাযথভাবে পূরণ করে দেশের ফার্মাসি ইন্ডাস্ট্রি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে | — শা অ্যাডমিন ম্যানেজার