স্টাইলিশ ড্রেস পড়া প্রতিটা মানুষের সহজাত স্বভাব | যে যেমন পারেন, যার যেমন ক্ষমতা উনি তেমনটাই পরিধান করেন | অনেককে হোয়াইট হাফ শার্ট আর গ্যাভার্ডিন ট্রাউজারে দারুন দেখায় , অনেককে আবার মান্যভরের পাজামা-পাঞ্জাবি পড়লে মুম্বাই হিরো হৃতিক রোশনের মতো লাগে | সেই ভাবনা থেকেই বোধহয় শাওন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা করেছে চট্টগ্রামের ইসলামিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে | পরের স্বপ্ন অনেক উঁচু লেভেলের | ফ্যাশন ম্যানেজমেন্টের উপর উচ্চতর ডিগ্রি নিতে চায় আমেরিকা নয়তো কানাডা |
অনলাইনে আমাদের হাজার হাজার সাকসেস স্টোরিজ দেখে শাওন একটুও দেরি করতে রাজি নয় | কর্পোরেট অফিসে এসে দেখা করলো আমাদের সিনিয়র কনসালটেন্ট বাপন স্যারের সাথে | সঙ্গে নিয়ে আসলো সকল সনদ ও আইইএলটিএস সার্টিফিকেট , স্কোর- 7.0 | আসলে সুদূরপ্রসারী চিন্তাভাবনার স্টুডেন্টরা সবসময় একটু এগিয়েই থাকেন |
পছন্দের বিশ্ববিদ্যালয় ” ইউনিভার্সিটি অব আলবার্টা “-র মোস্ট পপুলার সাবজেক্ট ব্যাচেলর অফ ফ্যাশন ম্যানেজমেন্ট এর উপর উচ্চতর ডিগ্রি নিতে শাওন এখন লাগেজ প্যাকে ব্যস্ত | চেরী ফলের গ্রিন ক্যাম্পাস শাওন ভাইয়ের অপেক্ষায় | তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের সাথে পথ চলবার জন্যে | একটি আধুনিক ফ্যাশন রেভুলেশন হউক তোমার হাত দিয়ে | হয় ম্যানেজমেন্টে কিংবা ডিজাইনে | — শা অ্যাডমিন ম্যানেজার