স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৯
ধন্যবাদ মিস্টার ফ্রান্সিস রোজারিও |
মেয়েকে কানাডায় পাঠিয়ে বাবার চোখের কোনায় জমে থাকা জল , আমাদের আকুল করে | আমরা মন-প্রাণ ঢেলে সেই কাজ করি হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে | যখন ভিসার সফলতা আসে, বাবার চোখে আবার জল – এই জল খুশির জল | মেয়েকে আবার জড়িয়ে ধরার , ভালবাসবার আবেগ মিশ্রিত এই কান্না আমাদের মন উদ্বেলিত করে | আমরা তৃপ্তি ও শান্তি খুঁজে পাই এই সাফল্যে | কিছু কিছু সার্ভিস দিলে নিজেকে স্বার্থক মনে হয়, বাবা ও মেয়ের ভালবাসার সম্পর্ক চিরন্তন শ্বাশত সত্য , প্রাণস্পর্শে গড়ে উঠা পারিবারিক বাঁধন , যা পৃথিবীর প্রতিটি দেশেই বিদ্যমান | ফ্রানসিস স্যার ও ম্যাডাম মার্গারেট শিলা রোজারিও মেয়ে মাথেলদা রুবি রোজারিওর সাথে এবারের হ্যাপি ক্রিস্টমাস ও নিউইয়ার সেলিব্রেশনে ভ্যাংকুভারে একসাথে উদযাপন করবেন — এর চেয়ে সুন্দর দিন আর কি হতে পারে ? এভাবেই বেঁচে থাকুক প্রতিটি সম্পর্ক !! এটাই বাঙালি , এটাই আমাদের বাংলাদেশ || — শা অ্যাডমিন ম্যানেজার