L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মনির উদ্দিন খান আহমেদ স্যার | USA And CANADA VISITOR VISA

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ২৯

ধন্যবাদ মনির উদ্দিন খান আহমেদ স্যার |

বয়স একটা ডিজিট মনির স্যারের কাছে | সন্তানকে বাইরে পাঠালে মা-বাবার চিন্তার শেষ নাই | ছেলে-মেয়ে বড় হলেই কি দায়িত্ব সব শেষ হয়ে যায় নাকি ? এটা বাংলাদেশ | ফেসবুকে আর ইউটিউবে কিংবা পত্রিকার পাতায় নানান নেগেটিভ খবরের আড়ালে লুকিয়ে আছে এই দেশের মেজরিটি মানুষের অগণিত পরিবারের প্রতিটি মানুষের মধ্যে পাহাড়সম ভালবাসা, কেয়ারিং , ছোট ছোট আশা স্বপ্ন , ভালবাসার গল্প, দেশের প্রতি মায়া মমত্ববোধ ! কোন ধর্মীয় বিভেদ এই দেশের মানুষের মধ্যে কোন দেয়াল তৈরী করেনা | সন্তানের প্রতি এই দেশের বাবা-মায়েদের কর্তব্য , ভালবাসা , শাসন , আদর ও কাছে থাকার দৃষ্টান্ত অনুসরণ করে আমেরিকা , কানাডা , ইউরুপ ও অস্ট্রেলিয়ার মানুষজন | এই এশিয়া মহাদেশ থেকেই রপ্তানি হয়েছে নানান কালারফুল উৎসব ও দিবস |

নিজের ছেলে , ছেলের বৌকে কানাডা পাঠিয়ে মনির স্যারের ইচ্ছা একবার সন্তানের সাথে সারাদিন ঘুরে বেড়ানো | খুব মিস করেন একসাথে ভাত খাওয়া , ঈদের শপিং , কেনা-কাটার ভুল ধরা , এটা সেটা দেওয়া নিয়ে ছোটখাট মতের অমিল; বিকেলের সিঙ্গারা ; রমনা পার্কে সকালের হাঁটা; সময়মতন ওষুধ না খেলে বৌমার বকুনি ; মা কিছু না কিনলে ছেলের অভিমান এইসব মনে হলেই নিজের অজান্তে চোখের কোণে জল জমা হয় মনির দম্পত্তির ! সেই ভাবনা থেকেই কানাডার ভিসা | এরপর আসার পথে ছেলেকে নিয়ে আমেরিকা | পাশাপাশি দুই দেশ ! কানাডা ঘুরে যদি আমেরিকা না যাই— তাহলে নিশ্চয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাগ করবেন ! দুটো দেশের ভিসাই করে দিয়েছেন আমাদের সিনিয়র ভিসা কনসালট্যান্ট বাপন সাহা | আবার একসঙ্গে মর্নিং ব্রেকফাস্টে দুধ না খাওয়া নিয়ে ঝগড়া হবে ; দুপুরের লাঞ্চ , রাতের ডিনার হবে | খাওয়া শেষে বৌমার হাতে স্প্যেশাল চা , কড়া লিকারের চা | এমনি ভাবেই সুখী পরিবারের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে শা টিম, ২৬ বছর ধরে | আমাদের ভালবাসার বন্ধনে শ্রদ্ধার চাঁদরে ঢাকা থাকুন স্যার | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment