নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সের উপর অনার্স শেষ করে ইমন ভাইয়ের পরবর্তী মিশন ঠিক করলেন, কানাডায় গিয়ে এমবিএ করা | ডাটা এনালাইটিক্স নিয়ে মাস্টার্স করবার ইচ্ছে অনেকদিনের | কারণ, বিশ্ববাজারে এই সাবজেক্টের চাহিদা অনেক | সেই পরিকল্পনা নিয়ে এগুতে থাকলেন | ইংলিশ ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি স্কোরে আনলেন 6.5 ( IELTS ) | কোনোভাবেই স্বপ্ন যেন বাতাসে মিলিয়ে না যায়, সেইজন্য একজন অভিজ্ঞ ওভারসিস এডুকেশন স্পেশালিস্ট খুঁজছিলেন | কথা তো অনেকেই বলে , রাম-শ্যাম-যদু-মধুর অভাব নেই এখন এই বিজনেসে | ঘরে ঘরে কনসালটেন্ট | কানাডাতে তার দ্বিগুন | নেমেই একেকজন বড়মাপের উঁচুমানের অভিজ্ঞ পরামর্শদাতা | অনেক বয়স্ক লোকজন আবার ঘরে বসে জ্ঞান বিতরণ করে যাচ্ছেন | কথা-বার্তা শুনলে মনে হবে কানাডিয়ান হাই কমিশনের ভিসা কনসুলার | খোঁজ নিলে দেখা যাবে, রিফিউজি স্টেটাস দিয়ে জীবন শুরু , আজকে কানাডার বড় কনসালটেন্ট | মোটামুটি সব ডাটা সংগ্রহ করেই বসে আছি | ইমন ভাই এইসব দেখে ত্যক্ত -বিরক্ত |
শা এসোসিয়েটসে আসা মানে স্বপ্নের পরীর পাখায় রং লাগানো | সত্যি সত্যি তাই হয়েছে | IELTS-এ 6.5 আর ম্যাথমেটিক্স-এ অনার্স করে কানাডায় ফার্স্ট চান্সেই এডমিশন ও ভিসা করা এতো সহজ নয় ! বিভিন্ন ব্লগ আর ফোরামে IELTS-এ ৮.০, ৭.৫, ৭.০ পাওয়া ছাত্র-ছাত্রীদের মন খারাপের খবর আমরা-ও পড়ি , দেখি | অতিমাত্রায় কনফিডেন্স থাকলে যা হয় আর কী ?
ইমন ভাই তাঁর আত্মবিশ্বাস ও ভরসা জায়গা শা এসোসিয়েটস থেকে সব সার্ভিস পারফেক্টলি পেয়ে এখন কানাডায় | ব্রিটিশ কলম্বিয়ার ” University Canada West ” -এ MBA- করতে ( Major concentration in Data Analytics ) ইমন ভাই এখন ভ্যাংকুভারের গ্রিন ম্যাপেল্লিফ ক্যাম্পাসে | — শা অ্যাডমিন ম্যানেজার