ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিটার সাইন্সের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করে প্রসেনজিৎ দাদা দেশের অন্যতম বৃহৎ আইটি ফার্ম ” অগমেডিক্স “-এর এক্সেকিউটিভ আইটি অফিসার পদে চাকুরী নিলেন | আমেরিকান বেইজড এই আইটি ফার্মে চাকরি করতে গিয়ে প্রসেঞ্জিতদা খেয়াল করলেন – একটি বিদেশী ডিগ্রি কি দেশে কি বিদেশে কতটা গুরুত্বপূর্ণ | এই চিন্তা থেকে কানাডা কিংবা আমেরিকায় গিয়ে একটা পিজিডি করবার প্ল্যান করলেন | একই ছাদের নিচে যখন শা এসোসিয়েটস ও অগমেডিক্স , সুতরাং প্রসেঞ্জিতদাকে অযথা এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়নি | উনি এসে দেখা করলেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে |
কানাডার টরোন্টোতে অবস্থিত রেঙ্কিং Number#1 সেনেকা কলেজে বিজনেস ইনফরমেশন টেকনোলজির উপর পিজিডি করতে প্রসেঞ্জিতদা এখন টরোন্টোতে | আমাদের পাশে বা কাছাকাছি যিনি-ই থাকুন না কেন, সবাইকে সৎ ও সুন্দর পরামর্শ দেওয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব | — শা অ্যাডমিন ম্যানেজার