L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স পিনাক সাহা | IELTS: 6.5

কংগ্র্যাচুলেশন্স পিনাক সাহা |
নদী-বন্দর-দরগা , তিনে মিলে চাটগাঁ ! আবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তানের সাফল্য কথা |
পিনাকদা কম্পিউটার সাইন্সের উপর ব্যাচেলর ডিগ্রি শেষ করে নেক্সট ডেস্টিনেশন হিসেবে কানাডাকেই ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখলেন | কারণ, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অনেকেই কানাডায় পাড়ি জমিয়েছেন এবং সবাই যার যার জায়গায় ওয়েল এস্টাব্লিশড | সোশ্যাল মিডিয়াতে কতিপয় ভলগার ও ইউটিউমার দিনরাত ব্যাড রিউমার ছড়িয়ে যাচ্ছেন — কানাডা নাকি শেষ হয়ে গেছে ! এসে লাভ নেই , চাকরি নেই , বাসা নেই , খাবারের দোকানে খাবার নেই ইত্যাদি | পিনাকদা সরাসরি এসে কথা বললেন আমাদের সিনিয়র কনস্যালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে | উনি একটা কথাই বলেছেন- যার দৌড় যতটুকু , সে তো ঠিক ততটুকুই দৌড়াবে | এসএসসি পাশ ছেলে যদি ভুলে কানাডায় ঢুকেই পড়ে , তাহলে তার দৌড় মোবাইল নিয়ে ভ্লগ করা ও মুরগির ফার্মে কাজ করা !

পিনাকদা বাপন স্যারের পরামর্শে কানাডার কুইবেকের কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে Master of Engineering-Electrical and Computer Engineering বিষয় নিয়ে মাস্টার্স করতে চোখ বন্ধ করে রওয়ানা দিলেন কানাডার উদ্দেশ্যে | একজন মেন্টর্স কিংবা ক্যারিয়ার কনসালট্যান্ট ভালো করেই জানেন – কোন মেধাকে কোথায় সেটিং করতে হবে | – শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment