স্বপ্নের উড়ান- সফলতার গল্প ৩
কংগ্রাচুলেশন্স নুসরাত শারমিন অনিন্দা | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ইডেন মহিলা কলেজ থেকে ইংলিশে মাস্টার্স করে অনিন্দা ম্যাডাম পড়াশোনায় ইতি টানতে নারাজ | আরো পড়া চাই | অনেকদূর যেতে হবে | থেমে যাওয়া মানেই পিছিয়ে যাওয়া | অনিন্দা ম্যাডাম অনেক আশা ও ভরসা নিয়ে আমাদের কাছে আসলেন | আমাদের প্রতি তাঁর একটা আত্মবিশ্বাস থাকার অন্যতম কারণ – উনার বড় বোন ফাতেমা রুবাইয়াৎ ম্যাডাম সপরিবারে আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছেন ২০২২ সালে | এবার উনার অপেক্ষার পালা শেষ | স্কুলে চাকুরীর পাশাপাশি IELTS-এ স্কোর তুললেন 6.5 | লরেনশিয়ান ইউনিভার্সিটিতে এমবিএ করতে পুরোদমে প্রস্তুত অনিন্দা ম্যাডাম | আমরা একই পরিবারের দুই বোনের সাফল্যের গল্পকথার স্বাক্ষী হতে পেরে অনেক অনেক আনন্দিত ও খুশি | এবার উনাদের একমাত্র ভাইয়ের যাবার পালা | ফাইল আন্ডার প্রসেস | — শা অ্যাডমিন ম্যানেজার